বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

নতুন চলচ্চিত্র নতুন নির্মাতা চলচ্চিত্র উৎসবে

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ শিরোনামে বাংলাদেশের চলচ্চিত্রকারদের নির্মিত স্বল্পদৈর্ঘ্য, পূর্ণদৈর্ঘ্য এবং প্রামাণ্য চলচ্চিত্রের বছরব্যাপী প্রতিযোগিতামূলক চলচ্চিত্র উৎসবের ১০ম মাসের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গত বছরের এপ্রিল মাসে শুরু হওয়া এই উৎসব ইতোমধ্যে সাফল্যের সঙ্গে নয় মাস অতিক্রম করেছে। উৎসবে প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে চলচ্চিত্র জমা দিতে হয় এবং জমাকৃত চলচ্চিত্র থেকে নির্বাচিত চলচ্চিত্রগুলো মাসের শেষ সপ্তাহে ন্যূনতম দর্শনীর বিনিময়ে প্রদর্শিত হয়। দর্শনীর টাকা দর্শকের উপস্থিতিতেই নির্মাতাদের হাতে তুলে দেয়া হয়। ‘নতুন চলচ্চিত্র, নতুন নির্মাতা’ চলচ্চিত্র উৎসবে ফেব্রুয়ারি মাসের প্রদর্শনীর জন্য জমা হওয়া চলচ্চিত্র থেকে ৯টি চলচ্চিত্র নির্বাচন করেছেন জুরি সদস্যরা। নির্বাচিত চলচ্চিত্রগুলোর মধ্যে আছে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র, ১টি প্রামাণ্যচলচ্চিত্র এবং ১টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র। এর মধ্যে ৩টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্রের উদ্বোধনী প্রদর্শনী হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালা মিলনায়তনে নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে আগামী ২৮ ফেব্রুয়ারি, রবিবার। নির্বাচিত চলচ্চিত্রগুলোর প্রদর্শনী হবে বিকাল ৪:৩০টা ও সন্ধ্যা ৭টায়। উৎসবে প্রদর্শনীর জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো হচ্ছেÑ বিকাল ৪:৩০টায় প্রদর্শিত হবে ৭টি স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র এবং ১টি প্রামাণ্যচলচ্চিত্র। প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য কাহিনীচিত্র ‘ওভার ট্রাম্প’ নির্মাতা মো. গোলাম আহমেদ জিহাদ (উদ্বোধনী প্রদর্শনী), ‘আর কত দূরে’ নির্মাতা আনোয়ার আনার (উদ্বোধনী প্রদর্শনী), ‘দর্পণ সমাচার’ নির্মাতা শ্যামল শিশির (উদ্বোধনী প্রদর্শনী), ‘যাত্রা’ নির্মাতা মোহাম্মদ নূরুজ্জামান, ‘শো চলছে’ নির্মাতা ইশতি কায়সার, ‘বি পজেটিভ’ নির্মাতা মাহমুদুল করিম মিল্টন, ‘দিদি’ নির্মাতা সামছুল ইসলাম স্বপন এবং প্রামাণ্য চলচ্চিত্র ‘হেফাজতনামা’ নির্মাতা পলাশ রসূল। সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে চলচ্চিত্রকার জাহিদুর রহিম অঞ্জন নির্মিত কাহিনী চলচ্চিত্র ‘মেঘমল্লার’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন