শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সোনালি আসর

বাংলা একাডেমি পুরস্কার পেলেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ

ছোটদের খবর

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শিশুসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেলেন শিশুসাহিত্যিক রাশেদ রউফ। বইমেলা ২০১৭ সালের, ফেব্রুয়ারির প্রথম দিনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে তিনি এই পুরস্কার গ্রহণ করেন। স্কুল জীবন থেকে তিনি লেখালেখির সাথে যুক্ত। ছড়া-কবিতাসহ শিশুসাহিত্যের নানা শাখায় তাঁর অবাধ বিচরণ। মুক্তিযুদ্ধের চেতনা, দেশাত্ববোধ, প্রকৃতি ও নিসর্গ তাঁর লেখার প্রধান উপজীব্য। তাঁর সম্পাদনায় ‘দুরন্ত’ নামে একটি শিশু-কিশোর মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। তাঁর উল্লেখযোগ্য বইগুলো হলো- আকাশের সীমানায় সূর্যের ঠিকানায়, আগল ভাঙা পাগল হাওয়া, বিকেল মানে ছুটি। তিনি স্বকাল শিশুসাহিত্য সংসদ ও বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির পরিচালক। বিজ্ঞপ্তি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন