বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

সিটি ব্যাংকে বিনিয়োগ করবে আইএফসি

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : সিটি ব্যাংক ও ইন্টারন্যাশনাল ফিন্যান্স কর্পোরেশন (আইএফসি) শেয়ার ক্রয় সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। গত বুধবার দি ওয়েস্টিন  ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে সিটি ব্যাংকের চেয়ারম্যান রুবেল আজিজ, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সোহেল আর. কে. হুসেইন এবং আইএফসি-এর কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার এই চুক্তি পত্রটি স্বাক্ষর করেন। এ চুক্তি অনুসারে যথাযথ কর্তৃপক্ষ ও শেয়ারহোল্ডারদের অনুমোদন স্বাপেক্ষে আইএফসির নামে ৪ কোটি ৬৫ লাখ ৬০ হাজার ২৩১টি নতুন শেয়ার ইস্যু করবে সিটি ব্যাংক। প্রতিটি শেয়ারের দাম ধরা হয়েছে ২৮ টাকা ৩০ পয়সা (১০ টাকা অভিহিত মূল্যের সাথে থাকছে ১৮.৩০ টাকা প্রিমিয়াম)। এই চুক্তির ফলে আইএফসি পাচ্ছে সিটি ব্যাংকের পাঁচ শতাংশ শেয়ারের মালিকানা, আর সিটি ব্যাংক আইএফসির কাছ থেকে পাচ্ছে মোট ১৩১ কোটি ৭৬ লাখ ৫৪ হাজার ৫৩৭ টাকার বিনিয়োগ। পাশাপাশি সিটি ব্যাংককে তিন বছর মেয়াদে ২ কোটি ডলার ইকুইটিতে রূপান্তরযোগ্য ঋণ দেবে আইএফসি। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের পরিচালক দীন মোহাম্মদ, আজিজ আল কায়সার, ব্যাংকের অন্যান্য পরিচালকবৃন্দ এবং আইএফসি-র উর্ধ্বতন কর্মকর্তা এম রেহান রশিদ ও উর্ধ্বতন বিনিয়োগ কর্মকর্তা এহসানুল আজিমসহ দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন