শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ন্যাশনাল ব্যাংকের ঋণ বিতরণ

প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ন্যাশনাল ব্যাংক লিমিটেড, রাজশাহী শাখা’র উদ্যোগে গত ২৪ ফেব্রুয়ারি তানোর থানা’র কাঁঠালপাড়া স্কুল মাঠে ৫% সুদে ‘দুগ্ধ উৎপাদন ও কৃত্রিম প্রজনন’ খাতে ৮টি গ্রামের ১৪টি গ্রুপে ১৮১ জন কৃষকের মাঝে মোট ৯৭,০০,০০০/-(সাতানব্বই লক্ষ) টাকা ঋণ বিতরণ করা হয়। ন্যাশনাল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও রাজশাহীর আঞ্চলিক প্রধান ওয়াসিফ আলী খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর মহাব্যবস্থাপক অসীম কুমার মজুমদার। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপমহাব্যবস্থাপক আব্দুল হালিম ও তানোর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোখলেসুর রহমান।
মোট অনুষ্ঠানে ১৮১ জন কৃষক কে ১৯৪টি বকনা বাছুর ক্রয়ের জন্য সর্বমোট ৯৭,০০,০০০/- টাকা ঋণ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ন্যাশনাল ব্যাংকের এসএভিপি ও রাজশাহী শাখার ম্যানেজার আলী হায়দার মর্তুজা।  প্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন