রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভুরুঙ্গামারীতে ‘যত্ন’ প্রকল্পে মা ও গর্ভবতী নারীদের ইলেক্ট্রনিক পদ্ধতিতে অর্থ প্রদান কার্যক্রমের উদ্বোধন

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম : ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দ্য পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের বাছাইকৃত উপকারভোগীদের মধ্যে ইলেক্ট্রনিক পদ্ধতিতে অর্থ প্রদান ও ক্যাশ কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন। রোববার বেলা ১২টায় ভুরুঙ্গামারী উপজেলা পরিষদ চত্বরের মুক্তমঞ্চে এ প্রকল্পের উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক খান মো. নুরুল আমিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক, ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান, জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী খোকন প্রমুখ। এ সময় উপজেলার দুটি ইউনিয়নের বাছাইকৃত ৫১ জন উপকারভোগীর মাঝে ইলেক্ট্রিক পদ্ধতিতে অর্থ ও ক্যাশ কার্ড প্রদান করা হয়। এ সময় বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান তার বক্তব্যে বলেন,যত্নে’ এ ধরনের কর্মসূচিতে গর্ভকালীন সময়ে এবং অল্প বয়সী শিশুর পুষ্টি এবং সার্বিক বিকাশের ওপর বিশেষ জোর দেয়া হয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন