রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে টেকসই উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন

| প্রকাশের সময় : ২১ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে টেকসই উন্নয়ন বিষয়ক তিনদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ইউনিভার্সিটির অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। ইউআইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম রিজওয়ান খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের ভাইস চেয়ারপারসন অধ্যাপক ড. আহমেদ মোশতাক রাজা চৌধুরী। তিনদিনব্যাপী সম্মেলনে দেশী-বিদেশী লেখকবৃন্দ ৮৪টি পেপার উপস্থাপন করেন। সম্মেলনে টেকসই কৃষি এবং খাদ্য নিরাপত্তা, নবায়নযোগ্য জ্বালানি, চরম দারিদ্র্য দূরীকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা, গ্রীন বিজনেস, গ্রীন ব্যাংকিং এবং সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনাসহ ১৬টি বিষয়ের উপর গুরুত্বারোপ করা হয়।
সম্মেলনে বক্তারা বলেন, টেকসই উন্নয়ন হচ্ছে এমন একটা উন্নয়ন যা বর্তমান জনসংখ্যার সার্বিক প্রয়োজনই শুধু মেটাবে না বরং এটা ভবিষ্যৎ প্রজন্মের প্রয়োজন মেটাতেও সমর্থ হবে। বিশ্বের অনেক দেশ বর্তমানে টেকসই উন্নয়ন ঘটাতে বিভিন্ন নীতি ও কৌশল তৈরী এবং তা বাস্তবায়ন করেছে এবং বাংলাদেশও একইভাবে টেকসই উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে। স বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন