শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইয়েমেনে ১২ সাহায্য কর্মী অপহৃত

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইয়েমেনের লোহিত সাগর তীরবর্তী হোদেইদা শহর থেকে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিলের স্থানীয় ১২ সাহায্য কর্মীকে অপহরণ করেছে বিদ্রোহীরা। স্থানীয় কয়েকটি সূত্র গত সোমবার জানায়, সউদী নেতৃত্বাধীন জোটের কাছ থেকে ত্রাণ সাহায্য গ্রহণ ও বিতরণ করার অভিযোগে গত বৃহস্পতিবার তাদেরকে অপহরণ করা হয়। অপহৃতরা সবাই ইয়েমেনের নাগরিক। সউদী নেতৃত্বাধীন জোট ২০১৫ সালের মার্চ থেকে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ করছে। লোকাল অ্যাফেয়ার্স বিষয়ক মন্ত্রী আবদুল রাকিব ফাত্তাহ এক বিবৃতিতে বলেন, গত সপ্তাহে বিদ্রোহী নিয়ন্ত্রিত হোদেইদার হালি এলাকায় অবস্থিত দাতা সংস্থার কার্যালয় থেকে ১২ কর্মীকে অপহরণ করা হয়েছে। আরব জোটের সমর্থনে প্রেসিডেন্ট হাদির প্রতি অনুগত বাহিনী হোদেইদার কাছাকাছি অগ্রসরের প্রেক্ষাপটে গত সোমবার এ অপহরণের খবর প্রকাশিত হল। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন