শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী স্যাংকের ২০ মাসের কারাদন্ড

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সরকারি অফিসে অসদাচরণের দায়ে হংকংয়ের সাবেক প্রধান নির্বাহী ডোনাল্ড স্যাংকে ২০ মাসের কারাদÐ দিয়েছে আদালত। হংকংয়ের শক্তিশালী আইনের শাসন থেকে ক্ষমতাবানরাও যে রেহাই পান না, গতকাল বুধবারের এই রায়ে তা আবারও প্রমাণিত হল বলে মন্তব্য করেছেন কয়েকজন বিশ্লেষক। হংকংয়ের ইতিহাসে স্যাংই অভিযুক্ত হওয়া সর্বোচ্চ পদাধিকারী সাবেক কর্মকর্তা। ১৯৯৭ সালে চীনা কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আগে-পরে দীর্ঘদিন ধরে হংকংয়ের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন স্যাং। এই দÐের মাধ্যমে তার সেই উজ্জ্বল ক্যারিয়ারের কলঙ্কজনক পরিসমাপ্তি ঘটল। বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত কারণে গত সোমবার রাত থেকে হাসপাতালে ছিলেন তিনি। সেখান থেকে পুলিশি প্রহরায় হাতে হ্যান্ডকাফ পরিয়ে তাকে আদালতে হাজির করা হয়। এ সময়ও তিনি তার বিখ্যাত বো টাই পরা ছিলেন। রায় হওয়ার আগেই ভাল চরিত্র হিসেবে এবং চার দশকেরও বেশি সময় ধরে সরকারি দায়িত্ব পালনের বিষয়টি উল্লেখ করে হংকংয়ের সাবেক শীর্ষ কর্মকর্তারাসহ গণ্যমান্য অনেকেই স্যাংয়ের দÐ হ্রাস করার আবেদন জানিয়ে চিঠি লিখেছিলেন। এর আগে নয়জন বিচারকের সমন্বয়ে গঠিত জুরি বোর্ড সরকারি অফিসে অসদাচরণের দায়ে স্যাংকে দোষী সাব্যস্ত করেছিল। স্যাংয়ের মন্ত্রিসভায় ওয়েভ মিডিয়া রেডিও কোম্পানিকে ডিজিটাল ব্রডকাস্টিং লাইসেন্স দেওয়ার বিষয় নিয়ে আলোচনা ও তা অনুমোদন করার সময় স্যাং সচেতনভাবে ধনকুবের ব্যবসায়ী বিল ওংয়ের সঙ্গে তার ব্যক্তিগত লেনদেনের বিষয়টি গোপন করেছিলেন। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন