কর্পোরেট রিপোর্টার : পুঁজিবাজারের বিনিয়োগকারীদের সচেতন হতে হবে। ২০১০ সালের পরে সরকার, বিএসইসি এবং ডিএসই সবাই মিলে পুঁজিবাজার যাতে ভালভাবে পরিচালিত হয় সে চেষ্টা করে আসছে। এজন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিনিয়োগকারী প্রশিক্ষণ। বিনিয়োগকারীরা যদি পুঁজিবাজারে সচেতনতার সাথে বিনিয়োগ সংশ্লিষ্ট হতে পারে তবে পুঁজিবাজারে সফলতা আসবে। এজন্যই বিনিয়োগ শিক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। দেশব্যাপী ফিন্যান্সিয়াল লিটারেসি কার্যক্রমের মুখ্য প্রশিক্ষকদের আট দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক কেএএম মাজেদুর রহমান এসব কথা বলেন। তিনি বলেন, পুঁজিবাজারে একটি বৈপ্লবিক পরিবর্তনের জন্য প্রশিক্ষকদেরকে কাজ করতে হবে। তাদের মূল কাজ হবে বিনিয়োগকারীদেরকে বাজার সম্পর্কে সচেতন করা। বিনিয়োগকারীরা যেন বুঝে শুনে এবং কোম্পানির মৌলভিত্তি বিবেচনা করে বিনিয়োগ করে। বিনিয়োগকারীরা সচেতনভাবে বিনিয়োগ করলে পুঁজিবাজারকে নতুনভাবে গড়ে তোলা সম্ভব। মাজেদুর রহমান বলেন, বিনিয়োগ শিক্ষা কার্যক্রমের জন্য একটি শ্লোগান তৈরি করা হয়েছে তা হলো “সচেতন বিনিয়োগ, সমৃদ্ধ আগামী”। এই চারটা শব্দে সব কথা বলা হয়েছে। বিনিয়োগে ঝুঁকি থাকবে এবং এই ঝুঁকি নিতে হবে বুঝে শুনে। তবেই বাজারে বিনিয়োগ করে লাভবান হওয়া যাবে। প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন