কর্পোরেট ডেস্ক : ইইউর বাণিজ্য কমেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বাণিজ্য কমল। ২০১৩ সালের পর এই প্রথম গত বছর বাণিজ্য কমেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)’র। গত বছর এ দেশটির সঙ্গে আমদানি-রপ্তানি স্থিতিশীলই ছিল। তবে তৃতীয় বাণিজ্যিক অংশীদার জাপানের সঙ্গেও আমদানি-রপ্তানি কমেছে। গত বছর ইইউ সবচেয়ে বেশি পণ্য আমদানি করে সুইজারল্যান্ড, জাপান, তুরস্ক এবং কানাডা থেকে। এর বিপরীতে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া ও ভারতে এ অঞ্চলের রপ্তানি কমে। ইইউর পরিসংখ্যান দপ্তর ইউরোস্টেটের হিসাব অনুযায়ী ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে ইইউর পণ্য রপ্তানি কমেছে ২ শতাংশ। একইভাবে যুক্তরাষ্ট্র থেকে আমদানি কমেছে ১ শতাংশ। ইইউর মোট রপ্তানির ২০ শতাংশ যায় যুক্তরাষ্ট্রে এবং মোট আমদানির প্রায় ১৫ শতাংশ আসে সবচেয়ে বড় এ দেশটি থেকে। গত এক দশকের হিসাবে দেখা যায়, ইইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য দুইবার কমেছিল। তাও বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে ২০০৯ ও ২০১৩ সালে। ২০১৬ সালে বাণিজ্য কমার কারণ অর্থনৈতিক সংকট নয়, বরং বিশ্বজুড়ে বাণিজ্য কমাকেই এর কারণ হিসেবে মনে করা হচ্ছে। গত বছর বিশ্বে ইইউর রপ্তানি ২ শতাংশ কমে হয় ১ হাজার ৭৪৫ বিলিয়ন ইউরো। আমদানিও ১ শতাংশ কমে হয় ১ হাজার ৭০৬ বিলিয়ন ইউরো। ইউরোপীয় অঞ্চলের দ্বিতীয় বাণিজ্যিক অংশীদার চীন। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন