শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

হুমায়ূন আহমেদের বইয়ের প্রথম ই-বুক

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : এই প্রথম ই-বুক আকারে প্রকাশিত হয়েছে জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর পাঠকপ্রিয় উপন্যাস ‘লীলাবতী’। বইটির ই-বুক ভার্সন ইতোমধ্যে প্রকাশ করেছে বাংলা ভাষার সর্ববৃহৎ অনলাইন ই-বুক স্টোর ‘সেই বই’। এ উপলক্ষে ২০ ফেব্রুয়ারি, বইমেলায় ‘সেই বই’-এর স্টলে (স্টল নং-৬৮, পুকুরপাড়, বাংলা একাডেমি প্রাঙ্গণ) বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন লেখকের সহধর্মিণী, জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইতেমাদ উদ দৌলাহ, ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এবং ‘সেই বই’-এর প্রতিষ্ঠাতা নাবিল উদ দৌলাহ, ডার্ড গ্রুপের পরিচালক (অর্থ) সেজুঁতি দৌলাহ, অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য সচিব ড. জালাল আহমেদ এবং বাংলা একাডেমির উপ-পরিচালক শাহাদাৎ হোসেন নিপু। হুমায়ূন আহমেদের সহধর্মিণী, জনপ্রিয় অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদের বইয়ের পাঠকের একটা অংশ দেশের বাইরে থাকেন। তারা সব সময় তার বইয়ের ইবুক ভার্সন চেয়ে আসছিলেন। ডিজিটাল মাধ্যমে হুমায়ূন আহমেদের যেসব বই পাওয়া যায়, তার সবগুলোই অনৈতিকভাবে ও অনিয়ন্ত্রিতভাবে পিডিএফ আকারে প্রকাশিত হয়ে আসছে। এতে লেখক ও পাঠক দু-পক্ষই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সেইবই প্রথম এই অনৈতিক কার্যক্রমের বিরুদ্ধে দাঁড়িয়েছে। এজন্য সেইবইকে আন্তরিক ধন্যবাদ। আশা করি তাদের এই কার্যক্রম সফলভাবে পরিচালিত হবে। আজ থেকে হুমায়ূন আহমেদের বইয়ের ইবুকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। উল্লেখ্য, পর্যায়ক্রমে হুমায়ূন আহমেদের আরো বেশকিছু বই আসবে ‘সেই বই’-এ। বইপ্রেমীদের হাতে বই তুলে দেয়ার একটি নতুন উদ্যোগের নাম সেই বই। এটি মূলত একটি মোবাইল অ্যাপ। মোবাইল থেকে ব্যবহারকারী তার পছন্দের বইয়ের ই-বুক ডাউনলোড করে পড়তে পারবেন সহজেই। অ্যাপটিতে আছে নির্দিষ্ট অংশ হাইলাইট করা, ডিকশনারি সুবিধা, টেক্সট ছোট-বড় করা, পাতার রঙ পরিবর্তন এবং বইয়ের অংশবিশেষ শেয়ার করা ইত্যাদি। মূলত বাংলা সাহিত্যকে ডিজিটালাইজেশন করার জন্য নিরলসভাবে কাজ করছে ‘সেই বই’। এর বইগুলো পড়ার জন্য পাঠককে ‘সেই বই’ রিডার অ্যাপটি মোবাইল বা ট্যাবে ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েট এবং আইওএসনির্ভর স্মার্টফোন এবং ট্যাবলেট ব্যবহারকারী পাঠকরা অ্যাপটি ফ্রি ডাউনলোড এবং ইনস্টল করতে পারবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন