রাজশাহী ব্যুরো : রাজশাহীর পুঠিয়ায় চুরির অপবাদে ট্রাকের সাথে বেঁধে শিশু নির্যাতনের ঘটনায় ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন নির্যাতনের শিকার শিশুর বাবা হাফিজুর রহমান। এদিকে বিপি পরিবহনের সুপারভাইজার নুরুল ইসলাম ও গাড়ির ড্রাইভার আক্কেল আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে নির্যাতিত শিশু নাজমুল হকের (১২) পিতা হাফিজুর রহমান বাদী হয়ে ৫ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করে। গত মঙ্গলবার সকালে উপজেলা সদরে খান ফিলিং স্টেশনে বিপি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সিডি ডিক্স চুরি হয়। ওই চুরির সঙ্গে জড়িত থাকার অপবাদে নির্যাতনের শিকার শিশু নাজমুল হককে সন্দেহ করে ট্রাকের সাথে বেঁধে রাখে চালকসহ পরিবহনের অন্য সহযোগীরা। পরে বেলা ১০টার দিকে স্টেশনের কর্তব্যরত কর্মচারী ও পরিবহনের চালকসহ সহযোগীরা শিশু নাজমুলকে ব্যাপক মারধর করে মাথার চুল কেটে মুখে কালি মাখিয়ে দেয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন