শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সম্পূর্ণ সুস্থ খাদিজা, আগামীকাল বাড়ি ফিরবেন

সাভার থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৭, ২:৪৬ পিএম

সাভার থেকে স্টাফ রিপোর্টার : পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন সিলেটে ছাত্রলীগ নেতার হামলায় আহত কলেজ ছাত্রী খাদিজা আক্তার নার্গিস। সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে প্রায় তিন মাস চিকিৎসা শেষে আগামীকাল শুক্রবার বাড়ি ফিরবেন তিনি। আজ দুপুরে সিআরপির উদ্যোগে রেডওয়ে হলে গণমাধ্যমের মুখোমুখি হন খাদিজা। এসময় খাদিজা বলেন, সিআরপিতে প্রায় তিন মাসের মত চিকিৎসা নিয়ে এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। আগামীকাল সিআরপি থেকে সিলেটে চলে যাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহায্য নিয়ে আবারও পড়াশুনা করতে চান তিনি। এসময় তিনি ছাত্রলীগ নেতা বদরুলের বিচার দাবি করেন খাদিজা। সংবাদ সম্মেলনে খাদিজার চিকিৎসক ডা. সাঈদ উদ্দিন হেলালসহ সিআরপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ডা. সাইদ বলেন, খাদিজা গত ৩০ শে নভেম্বর সিআরপিতে ভর্তি হয়। তখন আট সদস্য বিশিষ্ট টিম গঠনের মাধ্যমে তার চিকিৎসা শুরু হয়। বিভিন্ন থেরাপি ও কাউন্সিলিং এর সাথে সাথে বিভিন্ন সময় তার সিটি স্ক্যান ও বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য তাকে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালেও পাঠানো হয়। দীর্ঘ তিন মাসের চিকিৎসার পর তিনি এখন তার স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন