বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমানোর বিল উত্থাপনে কংগ্রেসে চিঠি

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমিয়ে আনার জন্য প্রতিনিধি পরিষদের একদল সদস্য একটি বিল আনার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, এ ধরনের বিল পাসের মাধ্যমে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমিয়ে দিতে হবে। প্রতিনিধি পরিষদের ১২ জন সদস্য এক চিঠিতে এ অনুরোধ জানিয়েছেন। এদের মধ্যে বিরোধী ডেমোক্রেট ও ক্ষমতাসীন রিপাবলিকান দলের সদস্যও রয়েছেন। ওই চিঠিতে প্রতিনিধি পরিষদের এসব সদস্য সিরিয়ায় আইএসের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণার জন্যও ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। যারা এতে সই করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজন হচ্ছেন বারবারা লি, কিথ এলিসন এবং ওয়াল্টার জোন্স। গত মঙ্গলবার প্রদত্ত এ চিঠিতে এসব সদস্য বলেছেন, বহু বছর ধরে কংগ্রেস এই যুদ্ধ উপেক্ষা করে চলেছে। এর পাশাপাশি ২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কের বিশ্ববাণিজ্য কেন্দ্রে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে হোয়াইট হাউসকে যুদ্ধ ঘোষণার ক্ষমতা দিয়ে পাসকৃত ২০০১ নাম্বার প্রস্তাবটি বাতিলের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রতিনিধি পরিষদের এসব সদস্য বলেছেন, ওই প্রস্তাব পাসের মাধ্যমে যুদ্ধ করার জন্য প্রেসিডেন্টকে শূন্য চেক দেয়া হয়েছে। প্রসঙ্গত, আফগানিস্তানে মোতায়েন শীর্ষ পর্যায়ের মার্কিন সেনা কমান্ডার জেনারেল জন নিকোলসন যখন তালেবানের বিরুদ্ধে যুদ্ধের জন্য আরও কয়েক হাজার সেনা চেয়েছেন, তখন কংগ্রেসকে এই চিঠি দেয়া হলো। এদিকে, বাণিজ্য ও অভিবাসন নিয়ে মেক্সিকোর সঙ্গে চলমান উত্তেজনা প্রশমিত করতে দেশটিতে সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন এবং হোমল্যান্ড সিকিউরিটির প্রধান জন ক্যালি। উচ্চপর্যায়ের এই মার্কিন প্রতিনিধিদল মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নেইতোর সঙ্গে বৈঠক করবেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, কর্মকর্তারা সীমান্ত নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা, বাণিজ্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, রেক্স টিলারসন এবং জন ক্যালি মেক্সিকোর স্বরাষ্ট্র, পররাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা ও নৌমন্ত্রীর সঙ্গে  বৈঠক করবেন। অন্যদিকে, মেক্সিকো এই সফর সম্পর্কে গত সপ্তাহে জানায়, দুই দেশের মধ্যে ‘শ্রদ্ধাপূর্ণ, ঘনিষ্ঠ ও গঠনমূলক সম্পর্ক’ গড়ে তোলাই হবে এর মূল উদ্দেশ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের পরপরই সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাহী আদেশ দেন। এমনকি মেক্সিকোর জন্য বিশেষ সুবিধাপ্রাপ্ত বাণিজ্য সম্পর্কের ইতি টানার আহ্বান জানান। এরপরই এনরিক পেনা নেইতো যুক্তরাষ্ট্র সফর বাতিল করেন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। বিশেষ করে, ল্যাতিন আমেরিকার নাগরিকদের। এদিকে যুক্তরাষ্ট্রে কাগজপত্রবিহীন বা নথিভুক্ত নন এমন অবৈধ অভিবাসীদের ধরতে নতুন করে নির্দেশনা জারি করেছে ট্রাম্প প্রশাসন। এর অংশ হিসেবে অপরাধের রেকর্ড আছে এমন নিবন্ধনবিহীন অভিবাসীদের প্রথমে লক্ষ্যবস্তু হিসেবে নির্ধারণ করা হবে। সেইসঙ্গে খোঁজা হবে তাদের যারা মার্কিন নিরাপত্তার জন্য ঝুঁকি কিংবা সামাজিক সুবিধা ব্যবস্থার অপব্যবহার করেছে। প্রশাসন বলছে, এ ছাড়া যারা নিজেদের মিথ্যা পরিচয় দিয়েছে, তাদের এবং যাদের জননিরাপত্তা ও জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি মনে করা হবে, তাদেরও খুঁজে বের করা হবে। নতুন নির্দেশনা অনুযায়ী, যুক্তরাষ্ট্রের নাগরিকর এবং ‘গ্রিন কার্ডধারী’রা যে ব্যক্তিগত গোপনীয়তার অধিকার পান, অবৈধ অভিবাসীরা তা পাবেন না। এদিকে, যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার পর সেতু থেকে লাফিয়ে পড়ে মেক্সিকোর এক অভিবাসী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়। কর্তৃপক্ষ জানায়, সিনালোয়া অঙ্গরাজ্যের বাসিন্দা গুয়াদালূপে অলিভাস ভালেন্সিয়া সেতু থেকে ৩০ মিটার নিচে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন। সেতুটি থেকে যুক্তরাষ্ট্রের সীমান্ত দেখা যায়। বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন