মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারত মহাসাগরে চীনা যুদ্ধ জাহাজের মহড়া

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক :  ভারত মহাসাগরে সামরিক মহড়া চালিয়েছে চীনা যুদ্ধজাহাজের বহর। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ খবর জানিয়েছে। এতে বলা হয়েছে, চীনা নৌবহর পূর্ব ভারত সাগরের আন্তর্জাতিক পানিসীমার মধ্যে সামরিক মহড়া চালিয়েছে। তবে ঠিক কোন জায়গায় মহড়াটি হয়েছে বা কয়দিন ধরে চলেছে কিংবা মহড়ায় কী ধরনের জাহাজ এতে অংশ নিয়েছে, সেসব তথ্য পাওয়া যায়নি। চীন দাবি করে আসছে, ভারত মহাসাগরকে এককভাবে ভারতের বলে মনে করা দিল্লির জন্য উচিত হবে না। তারই পরিপ্রেক্ষিতে ভারত মহাসাগরে সম্প্রতি চীন তৎপরতা বাড়াতে শুরু করেছে। কলম্বো বন্দরে এবং সম্প্রতি করাচি বন্দরে চীনা সাবমেরিনের উপস্থিতির খবরও প্রকাশিত হয়েছে। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছে দিল্লি। সম্প্রতি পাকিস্তানকে ঘিরে চীন-ভারত তিক্ততা ক্রমেই বাড়ছে। তাই অভিজ্ঞ পর্যবেক্ষকরাও নতুন করে চীন-ভারত লড়াই বেধে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না। উল্লেখ্য, ১৯৬২ সালে যুদ্ধ বেধে যায় চীন-ভারতের মধ্যে। সেবার চীনই ছিল বিজয়ী। তবে সাম্প্রতিক বছরগুলোতে উভয়েই আগের চেয়ে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। বিশেষ করে, দুটি দেশই পরমাণু শক্তিধর হওয়ায় চীন-ভারতের সম্ভাব্য সংঘাতের ঝুঁকি অনেক বেশি বলে মনে করেন বিশ্লেষকরা। সিনহুয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন