বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চালকবিহীন হেলিকপ্টার উন্মুক্ত হলো আবুধাবিতে

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে চালকহীন হেলিকপ্টার উন্মুক্ত করা হয়েছে। এই হেলিকপ্টার রাডারের চোখও ফাঁকি দিতে পারবে। আর তা সামরিক ও বেসামরিক উভয় কাজেই লাগানো যাবে। উড়ন্ত অবস্থায় আগ্নেয়াস্ত্র থেকে গুলিও ছুড়তে পারবে দ্য এক্স-জিরো ওয়ান নামের এই হর্নেট ড্রোন। এতে আছে ইনফ্রারেড ক্যামেরা। হয়ত অদূর ভবিষ্যতে হলিউডের চলচ্চিত্রের শুটিংয়েও দেখা যেতে পারে এই হেলিকপ্টারকে। খবরে বলা হয়, ভবিষ্যতে যুদ্ধের ময়দানে কি এমন দিন চলে আসবে, যখন সম্মুখ সমরে থাকা সেনাদের বদলে স্থান নেবে মানবহীন ড্রোন? তবে এখুনি হয়ত তা একেবারে নিশ্চিত করে বলা সম্ভব নয়। কিন্তু চালকহীন ও রাডারকে ফাঁকি দিতে সক্ষম হেলিকপ্টার উন্মোচিত হওয়ার ফলে আরো এক ধাপ এগিয়ে গেল প্রযুক্তি। গত সোমবার আবুধাবিতে আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে এ হেলিকপ্টারটি প্রদর্শন করা হয়। এটি নির্মাণ করেছে সার্বিয়ার ইঞ্জিন ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোডাকশন নামের একটি কোম্পানি। নির্মাতা প্রতিষ্ঠান জানিয়েছে, এতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি রাখা যাবে। যা সামরিক ও বেসামরিক কাজে লাগানো যাবে। এতে রয়েছে রাডার গাইডেন্স ও জ্যামিং সিস্টেম, যা যে কোনও রাডারকে ফাঁকি দিতে পারবে। এতে বসানো যাবে ফাইবার অপটিক গাইডেড মিসাইল এবং ১২.৭ এমএম মেশিন গান। মেইল অনলাইন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন