শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

নেতানিয়াহুর অস্ট্রেলিয়া সফরের প্রতিবাদে সিডনিতে বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় মিছিল করেছে। ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রথম অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে এই প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন বিক্ষোভকারীরা। এ সময় তাদের হাতে নেতানিয়াহু যুদ্ধাপরাধী, ফিলিস্তিনকে মুক্তি দাও, দখলদারিত্বের অবসান ঘটাও ইত্যাদি লেখা প্ল্যাকার্ড ছিল। বিক্ষোভকারীরা তেল আবিবের প্রতি ক্যানবেরা সরকারের অকুণ্ঠ সমর্থনের তীব্র নিন্দা জানান। বিক্ষোভকারীদের হাতে থাকা একটি ব্যানারে নেতানিয়াহুর বিশালাকৃতির ছবিতে হিটলারের গোঁফ লাগিয়ে নিচে ফ্যাসিস্ট শব্দটি লেখা ছিল। নেতানিয়াহু গত বুধবার ইসরাইলের ক্ষমতায় থাকা কোনো প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া সফরে যান। চারদিনের এ সফরকে স্বাগত জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল দ্যা অস্ট্রেলিয়ান পত্রিকায় এক নিবন্ধ লেখেন। সেখানে তিনি ফিলিস্তিনি ভ‚খÐে অবৈধ ইহুদি বসতি নির্মাণ বন্ধ করার আহŸান জানিয়ে প্রস্তাব অনুমোদন করার জন্য জাতিসংঘের নিন্দা জানান। গত বৃহস্পতিবার টার্নবুলের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তার ওই নিবন্ধের প্রশংসা করেন ইসরাইলি প্রধানমন্ত্রী। তিনি বলেন, জাতিসংঘের ভÐামি পাংচার করে দেয়ার সাহস দেখিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী। অস্ট্রেলিয়াকে তিনি ইসরাইলের ভালো বন্ধু বলেও অভিহিত করেন। পার্স টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন