শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

উত্তর প্রদেশে চতুর্থ দফায় ভোটগ্রহণ মোদি ঘৃণা ছড়াচ্ছেন : রাহুল

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। দশ বছর ধরে যে লোকসভা কেন্দ্রের তিনি জনপ্রতিনিধি, সেই অমেথির রামলীলা ময়দানে দাঁড়িয়ে এবার আক্রমণাত্মক হলেন রাহুল। গতকাল উত্তরপ্রদেশের চতুর্থ দফার ভোটপর্বে ১২টি জেলার ৫৩টি বিধানসভা কেন্দ্রে ভোট চলার সময় অমেথি বিধানসভা কেন্দ্র থেকে সাম্প্রদায়িকতার রাজনীতির অভিযোগ তুলে মোদির সমালোচনা করলেন করালেন রাহুল। প্রথম তিন দফার ভোটে হারের আশঙ্কা থেকে বিজেপি মেরুকরণের রাজনীতিতে ফিরে গেছে। কবরস্থান থেকে কসাব প্রসঙ্গ টেনে এনে বিজেপি প্রচারের ধারা বদলেছে। কংগ্রেস প্রথমে সেসব কথাকে অবজ্ঞা করেছিল। এবার রাহুল সেই কৌশলকে একটু বদলালেন। রাহুল উন্নয়নের কথা বলেছেন। সা¤প্রদায়িকতাকে প্রশ্রয় না দেওয়ার কথা বলেছেন, কিন্তু আক্রমণের প্রধান লক্ষ্য করেছেন মোদিকে। জনপ্রিয় হিন্দি ছবির গানের লাইন শুনিয়ে রাহুল বলেন, তু হিন্দু বনেগা না মুসলমান বনেগা। ইনসান কি আওলাদ হ্যায় ইনসান বনেগা। রাহুলের মন্তব্য, মোদি আসলে ভোটে হেরে গিয়েছেন। তাই তিনি এখন ঘৃণার রাজনীতি করেছেন কিন্তু এতে কোনও লাভ হবে না। উত্তরপ্রদেশের দেওয়ালের লেখা স্পষ্ট। এ রাজ্যে কংগ্রেস আর সমাজবাদী দলের জোট সরকার গড়বে। গতকাল অমেথির জনসভা নানাদিক থেকে তাৎপর্যপূর্ণ। প্রথমত এখানে গিয়েও রাহুল কিন্তু অমেথি নিয়ে কোনও কথা বলেননি। তিনি বলেছেন, মোদির রাজনীতি ও সামগ্রিক জাতীয় প্রেক্ষাপটে উত্তরপ্রদেশের ভবিষ্যৎ ঠিক করা নিয়ে। অমেথি লোকসভার আওতায় চারটি বিধানসভা কেন্দ্র গৌরীগঞ্জ, জগদীশপুর, তিলোওই, অমেতি। এর মধ্যে এই অমেথি বিধানসভা কেন্দ্রে রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংহের দ্বিতীয় স্ত্রী অমিতা সিংহ হেরে যান সমাজবাদী পার্টির গায়ত্রী প্রজাপতির কাছে। মুলায়মের অনুগ্রহে প্রজাপতি রাজ্যে মন্ত্রীও হন। বিজেপি সঞ্জয় সিংহের প্রাক্তন প্রথমা স্ত্রী গরিমা সিংহকে প্রার্থী করেছে। বিজেপির কৌশল কংগ্রেস আর সমাজবাদী পার্টির ভোট ভাগাভাগিতে যদি জিততে পারে। সেই জন্য স্মৃতি ইরানি অমেথিতে ক্যাম্প অফিসও খুলেছেন। অমেথিতে কোনও উন্নয়ন হচ্ছে না এই অভিযোগ তুলে স্মৃতি গ্রামবাসীদের কাছে প্রচারও চালান। পিটিআই, এবিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন