বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে জাতিবিদ্বেষী হামলা ভারতীয় অভিবাসী নিহত

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিভক্তির সূত্রে যুক্তরাষ্ট্রকে ভাগ করার মন্ত্রণা নিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসনের অধীনে প্রথমবারের মতো জাতিবিদ্বেষের বলি হলেন একজন ভারতীয়। মার্কিন সংবাদমাধ্যম ডেইলি নিউজের খবরে বলা হয়েছে, এক মার্কিনি আমাদের দেশ থেকে বের হও বলে চিৎকার করতে করতে নিহত ভারতীয় অভিবাসীসহ আরও দুই জনের ওপর গুলি চালায়। এতে এক ভারতীয় নিহত হন। আহত হন আরও ২ জন। পুলিশ এই ঘটনাকে সম্ভাব্য জাতিবিদ্বেষী অপরাধ বলেই অভিহিত করেছে। গত বুধবার রাতে ওই গুলি চালানোর ঘটনায় নিহত ভারতীয় ৩২ বছরের শ্রীনিবাস। ওলাঠে-র জার্মিন হেডকোয়ার্টারে কাজ করতেন তিনি। আহত দুইজনের মধ্যে একজন ভারতীয়ও রয়েছেন। তিনি শ্রীনিবাসের সহকর্মী অলোক মাদাসানি। স্থানীয় হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহত দ্বিতীয় ব্যক্তির নাম ইয়ান গ্রিলোট। ভারতীয়দের ওপর এই হামলার পরই তৎপর হয়ে ওঠে ভারতীয় দূতাবাস। আক্রান্তদের পরিবারের পাশে দাঁড়ানোর জন্য হাউস্টন কনসুলেটের দুই আধিকারিককে কানসাসে পাঠানো হয়। জার্মিন জানিয়েছে, শ্রীনিবাস, অলোক সংস্থার অ্যাভিয়েশন সিস্টেমে কাজ করতেন। গত বুধবারের ঘটনায় সংস্থার পক্ষ থেকে গভীর শোক ও মর্মবেদনা প্রকাশ করা হয়েছে। অপর এক খবরে বলা হয়, জাতিবিদ্বেষের গুলিতে যুক্তরাষ্ট্রে শ্রীনিবাস নামের একজন অভিবাসী ভারতীয় ইঞ্জিনিয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। দ্য হিন্দুস্থান টাইমস টুইটার পোস্টে দেওয়া সুষমার ওই শোক বার্তার খবর দিয়েছে। আর ঘটনার পাঁচ ঘণ্টা পর গত বৃহস্পতিবার সকালে এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে মার্কিন পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এবং মার্কিন সংবাদমাধ্যম ডেইলি নিউজ তার গ্রেফতারের খবর নিশ্চিত করেছেন। ওলাঠে-র পুলিশ প্রধান স্টিভেন মেনকে ওই ঘটনাকে মর্মান্তিক ও মন্তব্য করেছেন। হিন্দুস্থান টাইমস, বিবিসি, রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন