বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পারমাণবিক অস্ত্রভান্ডারে শ্রেষ্ঠত্ব পুনর্বহালের অঙ্গীকার ট্রাম্পের

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : পারমাণবিক অস্ত্র অর্জনের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব পুনর্বহালের অঙ্গীকার ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা কমে গেছে। আমাদের ফের শ্রেষ্ঠত্বের আসনে ফিরে যেতে হবে। কোনো দেশের কাছেই পারমাণবিক অস্ত্র নেই, এটা খুব সুন্দর একটি স্বপ্ন। কিন্তু যদি বিভিন্ন দেশ অস্ত্রায়নের প্রক্রিয়া চলমান রাখে, সেক্ষেত্রে আমাদের শ্রেষ্ঠত্ব ধরে রাখতে হবে। শীর্ষে থাকতে হবে। ইউএস ননপার্টিশন আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের মতে, যুক্তরাষ্ট্রের হাতে এখন প্রায় ৭ হাজার ১০০টি পারমাণবিক অস্ত্র আছে। অন্যদিকে রাশিয়ার হাতে আছে প্রায় ৭ হাজার ৩০০টি পারমাণবিক অস্ত্র। ফলে পরিমাণগত দিক থেকে রাশিয়ার থেকে পিছিয়ে পড়েছে মার্কিন পারমাণবিক অস্ত্রভাÐার। ট্রাম্প প্রশাসন এ ব্যবধান দূর করতে বদ্ধপরিকর। ট্রাম্প আরো বলেন, আমিই প্রথম ব্যক্তি যিনি কারো হাতেই পারমাণবিক অস্ত্র নেই, এ দৃশ্যটি দেখতে চাইব। কিন্তু বন্ধু দেশসহ যে কোন দেশ এ ইস্যুতে এগিয়ে গেলে, আমাদের শ্রেষ্ঠত্বের জন্য উদ্যোগ নিতে হবে। পারমাণবিক শক্তি অর্জনের পথে আমরা পিছিয়ে পড়তে পারি না। তবে কি উপায়ে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করতে চান, সে বিষয়ে বিস্তারিত কিছু বলেননি। শপথ নেয়ার পরে এবারই প্রথম পারমাণবিক ইস্যুতে নিজের মতামত জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ বিষয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি শেন স্পেইসার বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এ মতের অর্থ হল, সংশ্লিষ্ট ইস্যুতে যুক্তরাষ্ট্র কোনো দেশের কাছে নিজের শ্রেষ্ঠত্ব হারাতে চায় না। অপর এক খবরে বলা হয়, প্রশান্ত মহাসাগর তোলপাড় করে পর পর চারটি দীর্ঘ পাল্লার পরমাণু ক্ষেপণাস্ত্র ছুড়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন নৌসেনা সূত্রে বিজ্ঞপ্তি দিয়ে এ উৎক্ষেপণের কথা জানিয়েছে। প্রশান্ত মহাসাগরের বুকে যে ব্যালিস্টিক মিসাইল যুক্তরাষ্ট্র ছুড়েছে, সেগুলি ৭ হাজার ৪০০ কিলোমিটার দূরে পরমাণু হামলা চালাতে সক্ষম। ক্ষেপণাস্ত্রটির নাম দেয়া হয়েছে ট্রাইয়েন্ট টু য়ি ফাইভ। সমুদ্রের গভীর থেকে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়। ঠিক কোন তারিখে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছে, তা মার্কিন নৌসেনা জানায়নি। বিজ্ঞপ্তিতে শুধু জানানো হয়েছে, চলতি মাসেই ক্যালিফোর্নিয়া উপক‚লের অদূরে প্যাসিফিক টেস্ট রেঞ্জ থেকে ট্রাইয়েন্ট টু য়ি ফাইভ ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছে। সমুদ্রের গভীর থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলি গন্তব্যের দিকে ছুটে গিয়েছে এবং নির্ভুল লক্ষ্যে আঘাত হেনেছে। যে চারটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, সেগুলির সবক’টিতেই মাল্টিপল ইনয়িপেনয়েন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকল বা এমআইআরভি লাগানো ছিল। অর্থাৎ একটি ক্ষেপণাস্ত্রই এক সঙ্গে অনেক লক্ষ্যে আঘাত হানতে সক্ষম। মার্কিন নৌসেনা সূত্রের খবরে বলা হয়, ওহায়ো ক্লাস সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্রগুলি ছোড়া হয়েছে। যুক্তরাষ্ট্রের যে নিউক্লিয়ার ট্রায়ায় (ভ‚মি, আকাশ ও জলভাগÑ এই তিন অবস্থান থেকেই পরমাণু হামলা চালানোর ব্যবস্থা) রয়েছে, তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল এই ওয়াহো ক্লাস সাবমেরিন। এই সাবমেরিন সমুদ্রের গভীরে লুকিয়ে যে কোনও ভ‚-ভাগে বা জলভাগে পরমাণু হামলা চালাতে পারে। মার্কিন নৌসেনার হাতে ১৪টি এই গোত্রের সাবমেরিন রয়েছে। প্রতিটি সাবমেরিনে ২৪টি করে ট্রাইয়েন্ট টু য়ি ফাইভ ক্ষেপণাস্ত্র বহন করা সম্ভব। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ ঘটনা খুব অস্বাভাবিক নয়। বিবিসি, এনবিসি নিউজ, রয়টার্স ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন