রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের ৪৪তম বার্ষিক সাধারণ সভা

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পেন ইন্টারন্যাশনাল বাংলাদেশ সেন্টারের ৪৪তম বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মেলন গতকাল রাজধানীর গুলশাল লেডিস কমিউনিটি ক্লাবে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি একুশে পদকপ্রাপ্ত কথাসাহিত্যিক ফরিদা হোসেন এতে সভাপতিত্ব করেন। পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। ২০১৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফরিদা বেগম। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ২০১৭-১৮ সালের কর্মপরিকল্পনার ঘোষণাও দেন। ২০১৬ সালের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন অর্থ সম্পাদক ফেরদৌসী মাহমুদ।
সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি শাকিব লোহানি, শামসুজ্জাহান নূর, বিশিষ্ট লেখিকা মিনা আজিজ, মুহাম্মদ নিযামুদ্দীন, রুমানা চৌধুরী, কথাসাহিত্যিক মঈনুদ্দীন কাজল, কথাসাহিত্যিক এডিশনাল সেক্রেটারি রানা জামান, ড. ফজলে হক তুহিন, ব্যারিস্টার সাদিয়া আরমান, আবদুল করিম, যুগ্ম সম্পাদক মহিউদ্দীন, আনোয়ার চৌধুরী, তৌফিকুল ইসলাম, নির্বাহী সদস্য আনজুমান আরা শিল্পী, সাংবাদিক লেখিকা মাহমুদা আক্তার, সাংবাদিক আতিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক কথাসাহিত্যিক লাভলী বাশার। সভায় আগামী ২০১৭-১৮ বছরের কর্মসূচিকে অনুমোদন দেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছেÑ ট্রান্সলেশন প্রজেক্ট, ইয়াং রাইটার্স প্রজেক্ট, রাইটার্স ওয়ালফেয়ার প্রজেক্ট, শিশুতোষ চলচ্চিত্র, পেন বাংলাদেশ পদক, পেন ইন্টারন্যাশনালের ৯৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনারের আয়োজন এবং সিভিল সোসাইটি প্রোগ্রামের আওতায় মত প্রকাশের স্বাধীনতা বিষয়ক প্রকল্প গ্রহণ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন