শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নদী দখল করে স্থাপনা নির্মাণ

প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা : নীলফামারীর সৈয়দপুরে খড়খড়িয়া নদী দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ চলছে। ফলে নদী ছোট হয়ে আসছে এবং বন্যার সময় সহজে পানি নিষ্কাশন না হয়ে জলমগ্ন হয়ে পড়বে পুরো এলাকা। এর ফলে আবাদি জমি ও বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে বলে আশংকা প্রকাশ করেছেন এলাকাবাসী। শহরের পশ্চিমে সোনাপুকুর এলাকা দিয়ে বয়ে চলা খড়খড়িয়া নদীর বিরাট এলাকা দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করছেন বাবলু ও তার সঙ্গী-সাথীরা। তারা নদী পাড়ে বাঁশের খুঁটি পুতে দোকানঘর নির্মাণের কাজ পুরোদমে চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে স্থানীয় লোকজন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুশফিকা ইফ্ফাতের কাছে অভিযোগ করলে তিনি সরজমিনে পরিদর্শনে এসে কাজ বন্ধ করে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলার নির্দেশ দেন। কিন্ত অবৈধ দখলকারীরা এই নির্দেশ অমান্য করে অবৈধভাবে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ মিলেছে। এককালের খর¯্রােতা খড়খড়িয়া নদী পলি পড়ে ও অব্যাহতভাবে দখলের কারণে ছোট হয়ে পড়েছে। ফলে সামান্য বন্যায় দু’কুল ছাপিয়ে পানি লোকালয়ে ঢুকে পড়বে বলে আশংকা করছেন এলাকাবাসী। নদী রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদসহ নদী খনন ছাড়া কোনো বিকল্প নেই বলে জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন