রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভুয়া ডাক্তারদের দৌরাত্ম্যে অসহায় সাধারণ মানুষ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৭, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জের আনাচে কানাচে ব্যঙ্গের ছাতার মত গড়ে ওঠেছে অপচিকিৎসা কেন্দ্র। নামে মাত্র প্রাথমিক চিকিৎসার ভুয়া সনদ নিয়েই শুরু করেছে দন্ত চিকিৎসা। আর তাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বাধা দিলেই তাদের মাসোয়ারা দিয়ে এসব প্রতিষ্ঠান চালানো হয় বলে রয়েছে অভিযোগ। সূত্র জানায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর অসাদু কর্মকর্তাকে ম্যানেজ করে এসব প্রতিষ্ঠান তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছে। সরেজমিন জানা যায়, উপজেলার ভক্তবাড়ি এলাকায় মা ডেন্টাল কেয়ার ও ফাহাদ ডেন্টাল কেয়ার নামে দুটি প্রতিষ্ঠানের ভুয়া চিকিৎসকরাই দন্ত চিকিৎসা দিয়ে আসছেন। তাদেও মধ্যে ফাহাদ ডেন্টাল কেয়ার প্রতিষ্ঠানে দেখা যায়, নজরুল ইসলাম নামীয় চিকিৎসক ভারত, লন্ডন ও আমেরিকা থেকে সনদ নিয়ে গড়ে তুলেছেন এ প্রতিষ্ঠান। খোঁজ নিয়ে জানা যায়, নজরুল ইসলাম কখনো বিদেশ তো দূরের কথা দেশে এসএসসিও পাশ করেন নি। ফরিদপুর সদর এলাকা থেকে নারী ক্যালেঙ্কারীতে জড়িয়ে এলাকা ছাড়েন তিনি। পরে একাধিক বিয়ে ও নারীলোভী হিসেবে গণধোলাইয়ের শিকার হন। বর্তমানে ভক্তবাড়ি এলাকার মৃত মিজানুর রহমানের মেয়েকে একই কায়দায় বিয়ে করে ঘর জামাতা হিসেবে রয়েছেন এখানে। শুধু তাই, ভুয়া সনদ সাজিয়ে নিজেকে বড় ডাক্তার পরিচয়ে স্থানীয় মসজিদের ইমাম ইয়াহহিয়াকে ও ডাক্তার হিসেবে পরিচয় করাচ্ছেন। দেবই এলাকায় একটি ডেন্টাল কেয়ার খুলে দিয়েছেন তিনি। একই বাজারে তার ভায়রা ভাই মোশারফ একটি প্রতিষ্ঠান থেকে সনদ নিয়ে দাঁতের চিকিৎসা করতে চাইলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বিভিন্ন সময় উচ্ছেদেও হুমকী দেয়। প্রকৃত পক্ষে ভুয়া ডাক্তার হলেও নজরুল ইসলামকে উচ্ছেদ করছে না উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স। এদিকে ডেন্টিস্ট হিসেবে পরিচয়দানকারী একই বাজারের অপচিকিৎসক সাকিরুল মালুম তার অপচিকিৎসা চালিয়ে যাচ্ছে নির্ভিগ্নে। জানা যায়, প্রতিমাসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা করে মাসোয়ারা ভিত্তিক ঘুষ প্রদান করে চালিয়ে যাচ্ছেন তার অপকর্ম। এসব যেন দেখার কেউ নেই। অভিযুক্ত নজরুল ইসলাম ও সাকিরুল মালুম জানায়, তারা এলএমএএফ নামক প্রশিক্ষণ নিয়ে এসব দন্ত চিকিৎসা কেন্দ্র খুলেছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়মিত তাদে সাথে যোগযোগ করে বলে স্বীকার করেন তারা। এসব বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পণা কর্মকর্তা ডাক্তার জাইদুল ইসলাম বলেন, এসব ভূয়া ডাক্তারদের বিষয়ে উপরস্থ কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা চাইলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে তাদেরকে সতর্ক করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন