বিনোদন ডেস্ক : আধুনিক গানের শ্রোতাপ্রিয় শিল্পী সুস্মিতা আনিসের নতুন গান ‘কেউ জানুক আর নাই জানুক’-এর মিউজিক ভিডিও গতকাল প্রকাশিত হয়েছে। সুস্মিতা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং রেডিও ও টেলিভিশনে একসাথে গানটির অডিও এবং মিউজিক ভিডিও রিলিজ হয়েছে। তিনি বলেন, গানটি নিয়ে আমি খুবই আশাবাদী। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। গানটি মোবাইলফোন অপারেটরদের রিংব্যাক টিউন হিসাবেও সেটআপের সুযোগ রয়েছে। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গাজীপুরের একটি বাগান বাড়িতে গত ১৯ ও ২০ ফেব্রুয়ারি গানটির মিউজিক ভিডিওর শুটিং হয়। মিউজিক ভিডিওতে অভিনয় করেন অভিনেতা অপূর্ব এবং মডেল-অভিনেত্রী মেহজাবিন। মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন তানিম রহমান অংশু। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন অদিত রহমান। গানে সুস্মিতা সহশিল্পী হিসাবে রয়েছেন মোহাম্মদ শোয়েব। মিউজিক ভিডিও প্রসঙ্গে সুস্মিতা আনিস বলেন, অপূর্ব এবং মেহজাবিন মিউজিক ভিডিওতে দুর্দান্ত কাজ করেছেন। আশা করি গানের কথা, মিউজিক ভিডিওর গল্প দর্শকের ভালো লাগবে। তিনি বলেন, গানটি এ সময়ের তরুণ শ্রোতাদের ভালো লাগবে। ভালোবাসার গান, সবসময়ের গান। তাই শ্রোতাদের পছন্দ মাথায় রেখে গানটি করা। অভিনেতা অপূর্ব বলেন, আমার অভিনয় জীবনে এটাই প্রথম মিউজিক ভিডিও। সুস্মিতা আনিসের গানটি প্রথমে শুনে আমার কাছে খুব ভালো লেগেছে। তাই এতে অভিনয় করছি। আশা করি মিউজিক ভিডিও এবং গান দর্শকদের ভালো লাগবে। মেহজাবীন বলেন, অনেকদিন পর মিউজিক ভিডিও করে খুবই ভালো লাগছে। গানটিও মন ছুঁয়ে যাওয়ার মতো। আশা করি সবার ভালো লাগবে। শিক্ষকের প্রেমপড়া এক ছাত্রীর অব্যক্ত অনুভূতি-ভালোবাসা দিয়ে মিউজিকটির ভিডিও’র গল্প সাজানো হয়েছে বলে জানিয়েছেন মিউজিক ভিডিওটির পরিচালক তানিম রহমান অংশু।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন