বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইরান থেকে দৈনিক এক লাখ ব্যারেল তেল কিনবে রাশিয়া

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইরান থেকে প্রতিদিন এক লাখ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল কিনবে রাশিয়া। এ বিষয়ে সম্ভাব্য চুক্তির খুঁটিনাটি নিয়ে দুদেশ এ মুহূর্তে আলোচনা করছে। রাশিয়ার জ্বালানিমন্ত্রী আলেকজান্ডার নোভাক এ খবর নিশ্চিত করেছেন। রুশ মন্ত্রী জানান, মস্কো আশা করছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্ত হবে। কৃষ্ণসাগর তীরবর্তী রাশিয়ার সোচি শহরে অর্থনৈতিক ফোরামের বৈঠকের অবকাশে তিনি এ কথা জানান। এর আগে গত সপ্তাহে নোভাক তেহরান সফর করেন। সে সময় তিনি ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহর সঙ্গে বৈঠক করেন এবং জাঙ্গানেহ রাশিয়াকে তেল সরবরাহ করার প্রস্তুতির কথা জানান। তিনি বলেছিলেন, আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে ইরান ও রাশিয়ার মধ্যে চুক্তি হতে পারে। ইরানের বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, রাশিয়ার কাছে বিক্রি করা তেলের অর্ধেক অর্থ নগদ আর বাকি অর্থের সেবা গ্রহণ করবে তেহরান। পার্সটুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন