বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিফাত হত্যা মামলা রায় পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাবি রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী ওয়াহিদা সিফাত হত্যা মামলায় জড়িত আসামী তার স্বামী মো. আসিফ পিসলির ১০ বছরের কারাদন্ডের রায়ের প্রতিবাদ ও মামলার নিরপেক্ষ তদন্ত দাবিতে মৌন মানববন্ধন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনে এ কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে, সহযোগী অধ্যাপক ড. মুসতাক আহমেদ, সহকারী অধ্যাপক ড. মোজাম্মেল হোসেন বকুল, প্রভাষক মামুন আ. কাইয়ুম, প্রভাষক সোমাদেবসহ প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
বিভাগের সভাপতি ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, ‘আদালতের ওপর আমাদের আস্থা আছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন