শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এক বছরে ২৬ ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা, হামলার শিকার ৯০ হাজার

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ২০১৬ সালে ইসরাইলি বাহিনী অন্তত ২৬ ফিলিস্তিনি শিক্ষার্থীকে হত্যা করেছে। ওই বাহিনীর গ্রেফতার বা লাঞ্ছনার শিকার হয়েছে ৮৯ হাজার ৭৯৯ শিক্ষার্থী। এছাড়া ৫ হাজার ৫২৮ জন শিক্ষক ও অন্যান্য কর্মজীবীও লাঞ্ছনার শিকার হয়েছেন। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এই খবর দিয়েছে। ফিলিস্তিন সরকার সূত্রে দমনপীড়নের এই পরিসংখ্যান তুলে ধরেছে তারা। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের করা ওই জরিপভিত্তিক এই প্রতিবেদনকে উদ্ধৃত করে মিডল ইস্ট মনিটর জানায়; হামলা, খুন, গ্রেফতার ও আটকে ইসরাইলি নিরাপত্তা বাহিনীর কাছে প্রাণ হারিয়েছেন ২৬ জন শিক্ষার্থী ও একজন শিক্ষক। এছাড়া আহত হয়েছেন ১৮১০ জন শিক্ষার্থী ও ১০১ জন শিক্ষক। পশ্চিম তীরে গ্রেফতার করা হয়েছে ১৯৮ জনকে। প্রতিবেদনে আরো বলা হয়, ১৬২টি বিদ্যালয়ে হামলা চালানো হয়েছে। কখনো অভিযান, কখনোবা রাবাল বুলেট ও গ্যাস নিক্ষেপ করা হয় স্কুলগুলোতে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো দাবি করা হয়, ৫১ জন স্কুল শিক্ষক ও শিক্ষার্থীরা ইসরাইলি চেকপোস্টের কারণে দেরী করে স্কুলে আসেন। এতে ক্ষতিগ্রস্ত হয় ৪ হাজার ৮৭৮টি ক্লাস।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন