শিক্ষা খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সফল ব্যবহারের জন্য ইউনেস্কোর হেড কোয়ার্টার প্যারিস, ফ্রান্সে জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ ই্উনেস্কো কিং হামাদ বিন ইসা আল-খলিফা পুরস্কার গ্রহন করেন। ২০০৫ সাল থেকে ইউনেস্কো ইনোভেটিভ শিক্ষা ব্যবস্থাকে স্বীকৃতি দিয়ে আসছে। ইউনেস্কোর মহা পরিচালক ইরিনা বকোভা , একটি ৫ সদস্য বিশিষ্ট আর্ন্তজাতিক জুরি বোর্ড এবং আইসিটি খাতে বিশেষজ্ঞদের সহায়তায় জাগো ফাউন্ডেশন এবং আরও কিছু সংস্থাকে প্রাথমিকভাবে নির্বাচন করেন। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের মধ্যে আইসিটির (ভিডিও কনফারেন্স) মাধ্যমে গুণগত মানের শিক্ষা প্রদান করাই হচ্ছে অনলাইন স্কুলের মূল উদ্দেশ্য। এই পুরস্কারটি ঘোষণা করেন আর্ন্তজাতিক জুরির চেয়ারম্যান ড্যানিয়েল বারগশ এবং ইউনেস্কোর মহাপরিচালক ইরিনা বকোভা। বাহরাইনের মহামান্য উপ-প্রধানমন্ত্রী শায়খ মুহাম্মাদ বিন মুবারক আল খলিফা এবং বাহরাইনের শিক্ষা বিষয়ক মন্ত্রী ডঃ মাজেদ বিন আলী আল নয়ামি-এর উপস্থিতিতে ইউনেস্কোর হেড কোয়ার্টারে জাগোর প্রতিষ্ঠাতা জনাব করভি রাকসান্দের হাতে এ পুরস্কার হস্তান্তর করেন। গ্রামীণফোন লিমিটেড এবং অগ্নি সিস্টেমস লিঃ এর সহায়তায় জাগো ফাউন্ডেশন বর্তমানে ১০টি অনলাইন স্কুল পরিচালনা করছে দেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। এর পাশাপাশি জাগোর প্রচলিত ধারার তিনটি স্কুলও রয়েছে যেখানে দেশের সুবিধাবঞ্চিত শ্রেণীর শিশুরা সম্পূর্ণ বিনামূল্যে গুনগত মানসম্মত আধুনিক শিক্ষাব্যবস্থার মাধ্যমে সুশিক্ষিত ও দায়িত্বশীল সুনাগরিকে পরিণত হচ্ছে। স বিজ্ঞপ্তি
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন