শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

বাজেট প্রস্তাব চেয়েছে এনবিআর

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : বাজেট প্রস্তাব চেয়েছে জাতীয় রাজস্ব বোড (এনবিআর)। আগামী জুনের শুরুতে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে বাজেট প্রস্তুতির প্রাথমিক কার্যক্রম শুরু করেছে অর্থ মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান (এনবিআর)। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে ইতিমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আলোচনা শুরু করেছেন। অন্যদিকে এনবিআর ও ব্যবসায়ী সংগঠনসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে বাজেটে অন্তর্ভুক্তির বিষয়ে তাদের পস্তাব পাঠাতে বলেছে। বাজেট পস্তাব দেওয়ার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট পক্ষগুলোকে আহ্বান জানানো হয়েছে এনবিআরের পক্ষ থেকে। এনবিআরের পক্ষ থেকে বলা হয়, বাজেটকে অংশগ্রহণমূলক ও গণমুখী করার লক্ষ্যে সব পর্যায়ের করদাতা, বিভিন্ন ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে বাজেট প্রস্তাব আহ্বান ও তাদের সাথে রাজস্ব আহরণ পদ্ধতি আলোচনা করে আসছে। বাজেট প্রস্তুতে সহায়তার জন্য বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) কাছে আগামী মাসের ৯ তারিখের মধ্যে জমা দেওয়ার অনুরোধ করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন