কর্পোরেট ডেস্ক : যেকোনো মানিচেঞ্জার থেকে ডলার নেয়ার সুযোগ বিদেশিদের। বিদেশি পর্যটকরা বাংলাদেশে এসে মানিচেঞ্জার থেকে ডলার ভাঙিয়ে টাকা গ্রহণ করে থাকে। তারা দেশে ফেরত যাওয়ার সময় অনেক সময় তাদের কাছে অতিরিক্ত অর্থ থেকে যায়। এতোদিন বাংলাদেশ ছেড়ে চলে যাওয়ার সময় ওই পর্যটককে সংশ্লিষ্ট মানিচেঞ্জারে গিয়েই টাকা জমা দিয়ে ডলার নিতে হতো। কিন্তু এখন থেকে যে কোনো মানিচেঞ্জারে গিয়ে ডলার ভাঙানোর প্রমাণ দেখিয়ে ডলার নিতে পারবেন পর্যটকরা। তবে এই সীমা সর্বোচ্চ ৫০০ ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করে দেশের সকল মানিচেঞ্জার প্রতিষ্ঠান ও অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, বৈদেশিক মুদ্রা লেনদেন-২০০৯ আইনে নিবন্ধিত মানিচেঞ্জার প্রতিষ্ঠানগুলো বিদেশি পর্যটকদের অব্যবহৃত টাকার বিপরীতে সর্বোচ্চ ৫০০ মার্কিন ডলার পর্যন্ত নগদ পরিশোধ করতে পারে। আগের নিয়ম অনুযায়ী যে মানিচেঞ্জার প্রতিষ্ঠান থেকে ডলার ভাঙিয়েছিল, সেই প্রতিষ্ঠান থেকেই ভাঙানোর সুযোগ ছিল। এখন থেকে নিবন্ধিত মানিচেঞ্জার থেকে ডলার ভাঙানোর প্রমাণপত্র দেখিয়ে যে কোনো মানিচেঞ্জারে গিয়ে ডলার গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট মানিচেঞ্জারকে বিদেশি পর্যটকের ডলার ভাঙানোর আসল প্রমাণপত্র সংরক্ষণ করার পরামর্শ দেয়া হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন