কর্পোরেট রিপোর্ট : ঘরে বসে চিকিৎসকের অ্যাপয়েমেন্ট ও প্রেসক্রিপশন পাওয়া, সব ধরনের স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়া, চিকিৎসকের পরামর্শ পাওয়ার যুগান্তকারী সুবিধা নিয়ে উন্মুক্ত হলো স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক অ্যাপ বিডিইএমআর। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সম্প্রতি এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে রোগী, চিকিৎসক, স্বাস্থ্যখাতের সব পেশার মানুষের ব্যবহারের জন্য তিনটি অ্যাপ ও ওয়েব সার্ভিসের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক মো. কামরুল আহসান খান ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের মহাসচিব ডা. এহতেশামুল হক। বাংলাদেশী চিকিৎসক বর্তমানে কানাডাপ্রবাসী ডা. অসিত বর্দ্ধন রোগী ও চিকিৎসকদের স্বস্তি দিতে তৈরি করেছেন ‘বাংলাদেশ ইলেক্ট্রোনিক মেডিকেল রেকর্ড’ সংক্ষেপে ‘বিডিইএমআর’ অ্যাপসটি। অনুষ্ঠানে অ্যাপসটির নির্মাতা ডা. অসিত বর্দ্ধন জানান, ইএমআর ধারণাটি পাশ্চাত্যে চিকিৎসা সেবার একটি অবিচ্ছেদ্য অংশ হলেও বাংলাদেশে তা একদমই নতুন। এটি বাংলাদেশে প্রচলন করা গেলে দেশের চিকিৎসা সেবায় আমূল পরিবর্তন আসবে। এটি চিকিৎসকের জন্য যেমন চিকিৎসা প্রদান সহজ করবে তেমনি রোগীর জন্যও চিকিৎসকের সেবা গ্রহণ, রোগ নির্ণয়-চিকিৎসা সংক্রান্ত ভোগান্তি ও ব্যয় কমিয়ে আনবে। বিডিইএমআর অ্যাপসে রোগীর চিকিৎসা সংক্রান্ত সকল ব্যক্তিগত তথ্য যেমন- রোগীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর, রোগীর শারীরিক তথ্য- উচ্চতা, ওজন, রক্তচাপ, নাড়ীর গতি, রোগের বিস্তারিত ইতিহাস- রোগী ইতিপূর্বে যতবার চিকিৎসকের কাছে গেছেন যে যে শারীরিক অসুবিধা নিয়ে গেছেন তার খুঁটিনাটি বিস্তারিত বর্ণনা, রোগীর সকল পূর্বের ইনভেস্টিগেশন টেস্টের রেজাল্ট, রোগীর সকল প্রেসক্রিপশন ও ওষুধের নাম, ডোজ, সেবন বিধি, টিকা গ্রহণ ইত্যাদি। যে সব রোগীর দীর্ঘস্থায়ী অসুখ থাকে তাদের ওষুধ সেবন, চিকিৎসকের ফলোআপে যাওয়া, নতুন পরীক্ষার ক্ষেত্রে পূর্বের পরীক্ষার সঙ্গে তুলনা। রোগীর ধারাবাহিক উন্নতিসহ ইএমআর-এ সংরক্ষিত তথ্য রোগীর চিকিৎসায় সহায়ক হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন