শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলবে চরমে পৌঁছছে মতবিরোধ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : জার্মানিতে তুর্কি  প্রেসিডেন্টের সমর্থনে জনসভা করতে না দেয়ায় আঙ্কারায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক সরকার। অন্যদিকে পাল্টা পদক্ষেপ হিসেবে এক জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে তলব করা হয়। ফলে দুই রাষ্ট্রের মতবিরোধ এখন চরমে পর্যায়ে পৌঁছেছে। এ ঘটনার জেরে জার্মান সফর বাতিল করেছেন তুরস্কের এক মন্ত্রী। আগামী ১৬ এপ্রিল তুরস্কে একটি গুরুত্বপূর্ণ গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে  প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের হাতে একচ্ছত্র ক্ষমতা তুলে দেয়া হবে কিনা সে ব্যাপারে জনগণ তাদের মতামত জানাবে। ওই গণভোটে এরদোগানের পক্ষে জার্মানিতে একটি জনসভা করার অনুমতি দিয়ে পরে তা প্রত্যাহার করে নেয়া হয়। এরই জের ধরে গত বৃহস্পতিবার জার্মান রাষ্ট্রদূতকে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ ব্যাপারে আঙ্কারার লিখিত অভিযোগ তুলে দেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী মেহমেত কেমাল বোজাই। জার্মানির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর গ্যাগেনাউর টাউন হলে প্রবাসী তুর্কি কমিউনিটির লোকজনের সমাবেশ করার কথা ছিল। ওই সমাবেশে তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ বক্তব্য রাখবেন বলেও অনুমতি দিয়েছিল জার্মানি। কিন্তু গ্যাগেনাউ নগর কর্তৃপক্ষ পরে এক বিবৃতিতে জানায়, টাউন হলে তুর্কি কমিউনিটির লোকজনের স্থান সংকুলান হবে না বলে এ বিষয়ে একটি তুর্কি সংগঠনের সঙ্গে এর আগে করা একটি চুক্তি প্রত্যাহার করে নিচ্ছেন তারা। তুর্কি সরকার বিরোধী খবর প্রকাশ করার দায়ে দেশটিতে জন্মগ্রহণকারী জার্মান সাংবাদিক ডেনিজ ইউজেল গত ১৪ ফেব্রæয়ারি থেকে ইস্তাম্বুলের একটি কারাগারে আটক রয়েছেন। তার আটকাদেশের প্রতিবাদে জার্মানির একদল সংসদ সদস্য দেশটিতে তুরস্কের পক্ষে যে কোনো ধরনের সভা-সমাবেশ করার অনুমতি বাতিল করার জন্য চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের প্রতি আহŸান জানিয়েছিলেন। এদিকে, জার্মান সাংবাদিককে আটক করার প্রতিবাদে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বার্লিনে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত হুসেইন আভনিকে তলব করে। জার্মান চ্যান্সেলর মার্কেল ওই আটককে ‘তিক্ত ও হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন। তুর্কি বিচারমন্ত্রী বেকির বোজদাগ ইতিমধ্যে তার জার্মানি সফর বাতিল করেছেন বলে রয়টার্স জানিয়েছে। এ সফরে তার জার্মান বিচারমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিল। সমাবেশের অনুমতি প্রত্যাহার করার প্রতিক্রিয়ায় বিচারমন্ত্রী বোজদাগ বলেন, জার্মান কর্তৃপক্ষের এ সিদ্ধান্ত অগ্রহণযোগ্য। জার্মান সরকার যেখানে মানবাধিকার, গণতন্ত্র, আইনের শাসন ও বাকস্বাধীনতার ব্যাপারে আমাদের অনবরত ছবক দেয়, সেই সরকার তুর্কি কমিউনিটি আয়োজিত একটি সমাবেশ সহ্য করতে পারল না। তুর্কি মন্ত্রী বোজদাগ এ ঘটনার নিন্দা জানিয়ে একে ‘কপটতা’র বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেছেন। রয়টার্স, আনাদোলু নিউজ এজেন্সি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
আবুল হাসেম ৫ মার্চ, ২০১৭, ৩:২৫ এএম says : 0
এগুলো কোন ব্যাপার না।
Total Reply(0)
michael jackson ৫ মার্চ, ২০১৭, ৩:১৫ পিএম says : 0
Germany is not Muslims Friend
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন