বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতীয় রাজনীতিবিদ সৈয়দ শাহাবুদ্দিনের ইন্তেকাল

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের রাজনীতিবিদ সৈয়দ শাহাবুদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দেশটির মুসলিম স¤প্রদায়ের মধ্যে তিনি অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে অসুস্থ ৮২ বছর বয়সী শাহাবুদ্দিন গত শনিবার নদীয়া জেলার একটি হাসপাতালে মারা যান। ১৯৭৯ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত তিনবার এমপি নির্বাচিত হওয়া শাহাবুদ্দিন বাবরি মসজিদ ধ্বংসের বিরুদ্ধে ব্যাপক প্রচার চালিয়ে সবার নজরে আসেন। তবে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ ঔপন্যাসিক সালমান রুশদির বই দ্য স্যাটানিক ভার্সেস নিষিদ্ধ করার সফল আন্দোলনের মধ্যমে তিনি সবচেয়ে বেশি প্রচারের আলোয় আসেন। বিশ্বে ভারতই প্রথম দেশ যারা এ ধরনের নিষেধাজ্ঞা আরোপ করেছে। বইটি এখনও ভারতে নিষিদ্ধ। ভারতের ওই নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খমেনি একটি ফতোয়া জারি করে মুসলিমদের রুশদিকে হত্যা করার নির্দেশ দেন। ভারতের বৈদেশিক অধিদপ্তরের সাবেক কূটনীতিক শাহাবুদ্দিন অল ইন্ডিয়া মুসলিম মাজলিস-ই-মুশাওয়ারাত এর নেতৃত্বও দিয়েছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন