বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সোনালি আসর

ছড়া

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

সাজেদুল কিবরিয়া সাগর
অঙ্গীকার

ভাষার জন্য রক্ত দিল
জীবন দিল যারা,
তাদের বেদীতে জুতু পায়ে
হাটছে এখন কারা?

রক্ত দিল, জীবন দিল
রাজপথ হলো রাঙা,
সময় এখন অবমাননার
কঠিন শেকল ভাঙা।

ভাষা দিবসে শহীদ বেদীতে
দেব আমরা ফুল,
সন্ত্রাস আর জঙ্গীবাদ
করবোই নির্মূল।

বজলুর রশীদ
বসন্ত রূপ খুঁজি

আমের গাছে ধরছে মুকুল
মৌ-সুবাসে ভাসে,
রঙ গোধূলি যায় মেখে যায়
জাগছে ফাগুন মাসে।

মৌ-সুবাসে হাতছানি দেয়
ফাগুন বনে বনে,
দোয়েল-কোকিল গান গেয়ে যায়
দেখি আনমনে।

রঙ পলাশের মেঠোপথে
রাখালিয়া সুরে,
মন আকাশে সেই অপরূপ
খুঁজি বেড়াই ঘুরে।

রাখালিয়া বাঁশি শুনি
দূরের কোনো মাঠে,
বসন্তকে এমনি ভাবে
পড়ছি মনের পাঠে।

মিলন সরকার
চাঁদমামা

চাঁদমামাটা মামা কেন
হয়নি কেন কাকা
কেন গো তার এত দূরে
একা একা থাকা?
চাঁদমামাটা মামা না হয়ে যদি
অন্য কিছু হত
তবে কি মা চাঁদমামাটা
থাকতো দূরে অত?
চাঁদমামাটার মনে বুঝি
অনেক অভিমান
আর দেবো না তাকে আড়ি
এই ধরেছি কান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন