শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

সাউথ এশিয়ান মান্থানএওয়্যার্ড পেল ইটিউনস

| প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৭, ১২:০০ এএম


ধারাবাহিকভাবে দ্বিতীয় বারেরমত দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সম্মাননা দি মান্থান এওয়্যার্ড ২০১৬-১৭ জিতেছে এস এস ওয়্যারলেস এর সংগীত ও সংস্কৃতিক বিষয়ক প্রোডাক্ট ইটিউনস। পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে ২৯৬ টি প্রজেক্ট এই এওয়্যার্ড এর জন্য জমা পড়ে যেখান থেকে ৯টি ভাগে বিজয়ী নির্বাচিত করবার জন্য স্ক্রিনিং ও ভার্চুয়াল জুরির মাধ্যমে ৬৫ টি ফাইনালিস্ট নির্বাচিত করা হয়। উল্ল্যেখ্য বাংলাদেশ থেকে এই এওয়্যার্ড এর জন্য বিভিন্ন ক্যাটাগরিতে জমা পড়ে মোট ২৫টি প্রজেক্ট। সবমিলিয়ে ৯টি বিভাগে পুরো দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বমোট ১৭ টি প্রজেক্ট বিজয়ী ঘোষিত হয় যেখানে একমাত্র বাংলাদেশি প্রজেক্ট হিসাবে জয়লাভ করে ইটিউনস।কালচার এবং ট্যুরিজম বিভাগে বিজয়ী হিসাবে ইটিউনস এই মর্যাদাপূর্ণ এওয়্যার্ড জিতে নেয়। ২০১৪ সাল থেকে ইটিউনসের যাত্রা শুরু।অনলাইন মিউজিক পোর্টাল, এ্যাপস এবং মোবাইল ভ্যালু এ্যাডেড সার্ভিস এর মাধ্যমে খুব সহজেই সংগীত প্রিয় মানুষের কাছে গান এবং মিউজিক ভিডিও পৌছে দিয়ে সমপৃক্ত কলাকুশলীদের লভ্যাংশ নিশ্চিত করায় ইতমধ্যে ইন্ডাষ্ট্রিতে জনপ্রিয়তা অর্জন করেছে ইটিউনস। ইটিউনসের সফলতায় সংশ্লিষ্ট কলাকুশলী ও ইন্ডাস্ট্রির অন্যান্য সহযোগীদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে এস এস এল ওয়্যারলেস এর হেড অব টেলিকমিউনিকেশন, ইটিউনসের প্রধান সাকিব আর খান বলেন,-“এ সফলতা শুধু ইটিউনসের নয়, পুরো বাংলাদেশের মিউজিক ইন্ডাষ্ট্রির।সবার সহযোগীতা না পেলে এই সাফল্য অসম্ভব ছিল।
ইমরান খান

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন