বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

স্বাস্থ্য

আপনার প্রশ্ন

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৫। আমার মুখের ত্বকে বলিরেখা ও নাকের দু’পাশে বড় ভাজ সৃষ্টি হয়েছে। যে কারণে আমাকে বেশ বয়স্ক লাগছে। এর কোনো প্রতিকার আছে কি?
Ñনাজমা বেগম। ইস্কাটন। ঢাকা।
উ : আর ভাবনা নেই। অত্যাধুনিক ‘পিআরপি’ থেরাপি কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই অল্পখরচে আপনার মুখের সমস্যা নির্মূল করতে সক্ষম।
প্রশ্ন : আমি বিবাহিত। বয়স ৩৪। এক সন্তানের বাবা। বর্তমানের আমার লিঙ্গ নরম হয়ে আকারে ছোট হয়ে গেছে। তাছাড়া দ্রæত বীর্য স্খলন হয়ে যায়। এতে আমি বিব্রত এবং চিকিৎসা চাই।
Ñকরিম। রাজশাহী সদর। রাজশাহী।
উ : সম্ভবত: আপনার দেহের অভ্যন্তরে সমস্যার সৃষ্টি হয়েছে। আপনার রক্তে সেক্স-হরমোন অ্যানালাইসিস করে আপনার সমস্যার সমাধান সম্ভব।
প্রশ্ন : আমি অবিবাহিতা। বয়স ২১। আমার মুখে ও পিঠে অনেক বড় বড় ব্রন। অনেক চিকিৎসার পরও ব্রন সারছে না। তাই আপনার শরণাপন্ন হলাম।
Ñলুবনা। জুরাইন। ঢাকা।
উ : ব্রনের চিকিৎসা নিয়ে বর্তমানে এত ভাবনার প্রয়োজন নেই। কারণ চিকিৎসার মাধ্যমে কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই আপনার ব্রন নির্মূল করা সম্ভব।
প্রশ্ন : আমি বিবাহিতা। বয়স ৩৮। আমার হাত-পায়ের তালুর চামড়া উঠে যাচ্ছে। এতে আমি বেশ বিব্রত। আপনার চিকিৎসা চাচ্ছি।
Ñমিসেস কুলসুম। রংপুর।
উ : সমস্যাটি না দেখে কিছুই বলা যাচ্ছে না। তাছাড়া আপনার রক্ত-প্র¯্রাব পরীক্ষার প্রয়োজন হতে পারে। তাই একজন ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Ñডা : একেএম মাহমুদুল হক খায়ের
ত্বক-যৌন, সেক্স ও অ্যালার্জি
বিশেষজ্ঞ এবং কসমেটিক সার্জন
সিনিয়র কনসালটেন্ট
বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা
ফোন : ০১৭১৯২১৯৪২৯.
০২৯৩৪২৮৭৬।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন