কর্পোরেট ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবসে রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭ কোম্পানির ১ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারদর ২৯ কোটি ৩৪ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিগুলো হলো- বারাকা পাওয়ার, ব্রিটিশ-আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবিসি), ডেসকো, ইফাদ অটোস, রিপাবলিক ইন্স্যুরেন্স, সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) এবং তুং হাইং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ব্লক মার্কেটে এসআইবিএলের সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে। রোববার কোম্পানির ১ কোটি ৩১ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ২৫ কোটি ৯৩ লাখ ৮০ হাজার টাকা। ব্লক মার্কেটে অন্যান্য কোম্পানির মধ্যে বারাকা পাওয়ারের ৫২ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ২৪ লাখ ৮৬ হাজার টাকা। বিএটিবিসির ২ হাজার শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ৫০ লাখ ১৪ হাজার টাকা। ডেসকোর ২ লাখ শেয়ার একবার লেনদেন হয়, যার বাজারদর ১ কোটি ২১ লাখ টাকা। ইফাদ অটোসের ৫ হাজার শেয়ার একবার লেনদেন হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন