শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এবার উইকিলিকসের বিরুদ্ধে তদন্ত করবে সিআইএ-এফবিআই

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বিশ্বজুড়ে অনলাইনে গোপন নজরদারি চালিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো। গোপনে হাতিয়ে নিয়েছে অসংখ্য মানুষের ব্যক্তিগত তথ্য। এ ইস্যুতে গোপন নথি ফাঁস করে দিয়ে আলোচনার জন্ম দিয়েছে উইকিলিকস। এবার উল্টো উইকিলিকসের বিরুদ্ধেই তদন্তে নেমেছে দেশটির গোয়েন্দারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামরিক গোয়েন্দা সংস্থা সিআইএ’র গুপ্তচরবৃত্তি সংক্রান্ত গোপন নথি কিভাবে উইকিলিকসের হাতে গেল, এ বিষয়ে যৌথ তদন্তে নেমেছে সিআইএ ও এফবিআই। গত মঙ্গলবার সিআইএ তথ্য হাতিয়ে নিতে যেসব অত্যাধুনিক হ্যাকিং টুল ব্যবহার করে আসছে, সে-সম্পর্কিত বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করে উইকিলিকস। বলা হয়, স্মার্টফোনের পাশাপাশি স্মার্টটিভির মাধ্যমেও তথ্য হ্যাক করে সিআইএ। ফাঁসকৃত এসব নথি ২০১৩ থেকে ২০১৬ সালের মধ্যে সিআইএ-র সেন্টার ফর সাইবার ইন্টেলিজেন্স থেকে নেয়া হয়েছে। উন্মোচিত প্রায় ৯ হাজার নথিকে উইকিলিকস সিআইএ’র গোপন নথির সবচেয়ে বড় উন্মোচন বলে দাবি করেছে। দাবি করা হয়, এবারের ফাঁস হওয়া তথ্যের কারণে বিশ্বব্যাপী নজরদারির পদ্ধতিতে সিআইএ পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ হারিয়েছে। এসব গোপন তথ্য কিভাবে উইকিলিকসের কাছে গেল, তা খুঁজে বের করতে তদন্ত করছে সিআইএ-এফবিআই। এসব গোপন তথ্য সিআইএ’র ভেতর থেকেই ফাঁস করা হয়েছে নাকি বাইরে থেকে, তা নিয়েও চলছে তদন্ত। যদিও এ বিষয়ে গোয়েন্দা সংস্থা দুটি ও প্রেসিডেন্টের দফতর মুখ খুলতে নারাজ। তবে সিআইএ মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্রকে সুরক্ষিত রাখতে সন্ত্রাসী ও শত্রæদের বিরুদ্ধে মার্কিন গোয়েন্দাদের কর্মকান্ড নিয়ে উইকিলিকসের তথ্য ফাঁস জনগণের জন্য বড় ধরনের একটি উদ্বেগের কারণ। বিবিসি, ইউএসএ টুডে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন