শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

রুশ সীমান্তে মার্কিন ও ব্রিটিশ সেনাদের মহড়া

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : রাশিয়ার সঙ্গে নরওয়ে সীমান্তে সামরিক মহড়া শুরু করেছে মার্কিন ও ব্রিটিশ সেনারা। পাশাপাশি নরওয়ের সেনাবাহিনীও এ মহড়ায় অংশ নিচ্ছে। ১০ দিনব্যাপী এমহড়া গত রোববার থেকে শুরু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম দ্য মিরর’র এক প্রতিবেদনে বলা হয়েছে, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের অন্তত ৮ হাজার সেনা। ন্যাটোর আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এই মহড়া। এই মহড়া নিয়ে উত্তেজনা চললে রুশ-নরওয়ে সীমান্তে। ইতোমধ্যে নরওয়ের সঙ্গে নিজের পশ্চিম সীমান্তে ৩ লাখ সেনা হাজির করেছে রাশিয়াও। রুশ গণমাধ্যমগুলো জানায়, ইঙ্গ-মার্কিন ওই মহড়ার ওপর কড়া নজর রাখছে ক্রেমলিন। এদিকে এ বিষয়ে আগেই মস্কোকে অবহিত করা হয়েছিল বলে নরওয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছে। মহড়া চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত। মার্কিন স্থল ও নৌসেনার পাশাপাশি এতে অংশ নিচ্ছে ৭০০ ব্রিটিশ রয়াল নৌসেনা। যুদ্ধকালীন সময়ে যেভাবে জল, স্থল এবং আকাশে যুদ্ধ চালানো হয়, একইভাবে মহড়া চালাবে তারা। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, রাশিয়ার সঙ্গে ন্যাটোর সম্পর্কের অবনতির মধ্যেই এই মহড়া তাৎপর্যপূর্ণ। কারণ, বিশ্লেষকরা মনে করছেন এতে পুতিনের প্রতি ক্ষমতার প্রদর্শন করা হচ্ছে। রাশিয়া অবশ্য কীভাবে এই মহড়ার জবাব দেবে তা এখনো স্পষ্ট নয় এবং কোনো প্রকার প্রতিক্রিয়াও ব্যক্ত করেনি। মিরর।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন