বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মার্কিনিদের সতর্ক করলেন এফবিআই প্রধান কমি

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : মার্কিনিদের সতর্ক করলেন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের পরিচালক জেমস কমি। তিনি বলেছেন, নিরেট গোপনীয়তা প্রত্যাশা করতে পারেন না কোনো মার্কিনীই। বিচার বিভাগের বাইরে কেউ যেতে পারবেন না। সাইবার নিরাপত্তা নিয়ে তিনি বস্টন কলেজে এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন। উল্লেখ্য, ২০১৩ সালে জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সাবেক কন্ট্রাক্টর এডওয়ার্ড স্নোডেন মার্কিন গোয়েন্দাদের গুপ্তচরবৃত্তির অনেক কাহিনী প্রকাশ করে দেন। তারপর থেকে যেসব উপায়ে তথ্য ফাঁস বৃদ্ধি পেয়েছে সে বিষয়ে বক্তব্য রাখছিলেন জেমস কমি। তিনি বলেন, এমনকি আমাদের স্ত্রী-সন্তানদের সঙ্গে যোগাযোগ, আমাদের ধর্মীয় নেতাদের সঙ্গে যোগাযোগ, এটর্নিদের সঙ্গে যোগাযোগ কোনো কিছুই যুক্তরাষ্ট্রে নিরেট গোপন থাকছে না। এমন সব অত্যন্ত গোপনীয় যোগাযোগের বিষয়ে আমাদেরকে একজন বিচারক আদালতে সাক্ষ্য দিতে ডাকতে পারেন, যথার্থ কোনো ঘটনায়। তবে আমেরিকানদের বাড়িতে, গাড়িতে এমন কি তাদের ডিভাইসগুলোতে গোপনীয়তা যৌক্তিক কারণে আশা করতে পারেন। উপযুক্ত কোনো কারণ ছাড়াই আমাদের গোপনীয়তায় হস্তক্ষেপ করতে পারে না সরকার। মার্কিনি হিসেবে এটা আমাদের গুরুত্বপূর্ণ একটি অধিকার। ২০১৬ সালের শেষ চার মাসে এফবিআই আইনগতভাবে অপরাধ, সন্ত্রাস ও গোয়েন্দা তদন্তের জন্য ২৮০০ ডিভাইসের সঙ্গে যুক্ত হতে পেরেছে। এর মধ্যে শতকরা ৪৩ ভাগ ডিভাইস খুলতে পারেনি এফবিআই। সিএনএন, ওয়েবসাইট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন