বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

১১ বছর ধরে অস্ট্রেলিয়ার হাসপাতালে ভুয়া ভারতীয় ডাক্তার!

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারত থেকে আসা এক ভুয়া ডাক্তার অস্ট্রেলিয়ায় এক দশকেরও বেশি সময় ধরে হাসপাতালে কাজ করার পর পালিয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে। কর্তৃপক্ষ বলছে, শ্যাম আচার্য্য নামে এই ব্যক্তির বিরুদ্ধে অন্য একজন ভারতীয় ডাক্তারের পরিচয় এবং শিক্ষাগত যোগ্যতার নথিপত্র চুরির অভিযোগ করা হয়েছে। মি. আচার্য্য যে ভারতীয় ডাক্তারের পরিচয় ব্যবহার করেছেন তার নাম সারাঙ চিতালে। ওই ভুয়া ডাক্তার ২০০৩ সালে থেকে ২০১৪ সাল পর্যন্ত সেখানকার চারটি হাসপাতালে কাজ করেছেন। এর মধ্যে দুটি হাসপাতাল ছিল সিডনি শহরে। এমনকি এই সময়ের মধ্যে তাকে অস্ট্রেলিয়ার নাগরিকত্বও দেয়া হয়। তবে মি. আচার্য্যর বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কখনই কোনো অভিযোগ ছিল না। নিউ সাউথ ওয়েলস স্বাস্থ্য বিভাগের উপ সচিব ক্যারেন ক্রশো বলছেন, মি. আচার্য্য হাসপাতালের জুনিয়ার ডাক্তার হিসেবে কাজ করেছেন। বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
এস, আনোয়ার ১০ মার্চ, ২০১৭, ২:৪৩ পিএম says : 0
প্রতিবেশী দেশগুলোর মধ্যে একমাত্র ভারতই হলো ...................
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন