বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দিরাই-মদনপুর সড়ক সংস্কারের দাবি

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

দিরাই (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : দিরাই-মদনপুর সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়াতে বর্তমানে যাত্রী ও যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় সড়কটি। অতি দ্রুত সড়কটি সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার বাদ জুমা সুনামগঞ্জের দিরাই পৌরশহরের থানাপয়েন্টে দিশারি সামাজিক সচেতন ও অবক্ষয়রোধ যুব সংঘের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। যুব সংঘের সভাপতি রুকনুজ্জামান জহুরীর সভাপতিত্বে ও সুজায়াত আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন দিরাই ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শোয়েব আহমদ চৌধুরী, সিংচাপইড় আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জাফর সিদ্দিকী, জগদল মহাবিদ্যালয়ের প্রফেসর মোঃ বদিউজ্জামান, দিরাই উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মিয়া, আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম, লেকচারার মোস্তাক মিয়া, সাংবাদিক জিয়াউর রহমান লিটন, আমার সুরমা ডটকম সম্পাদক মুহাম্মদ আব্দুল বাছির সরদার, সাংবাদিক আবুল হোসেন, সাবেক কমিশনার হিরেন্দ্র দেবনাথ, কাজী নূরুল আজিজ চৌধুরী, মহিউদ্দিন মিলাদ, শাহআলম, সুমন মিয়া প্রমুখ। বক্তারা বলেন, দিরাই-মদনপুর সড়কটি দীর্ঘদিন ধরে অযতœ আর অবহেলায় পড়ে থাকলেও কেউ এ নিয়ে কোথাও কথা বলছেন না। প্রতিদিন এ সড়কে হাজার হাজার মানুষের চলাচল করলেও সড়কটির উন্নয়নে স্থানীয় প্রশাসনসহ কেউই দায়িত্ব নিতে চান না। ফলে এ সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে। মানববন্ধন থেকে বক্তারা স্থানীয় প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট বিভাগের কাছে দ্রæত সড়কটির সংস্কারের দাবি জানানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন