শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

রাজশাহীতে নারীসহ শিবিরের সাত নেতাকর্মী আটক

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো :  রাজশাহীতে নারী সংস্থার (জামায়াত-শিবিরের সহযোগী সংগঠন) গোপন বৈঠক প্রস্তুতিকালে এক নারীসহ আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমানে জিহাদী বই উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে নগরীর মতিহার থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। রাজশাহী মহানগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম জানান, মতিহার থানার ধরমপুর দক্ষিণপাড়ায় বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালায়। এ সময় জামায়াতের এক নারী সদস্যকে গ্রেপ্তার করে। পরে গ্রেপ্তারকৃত নারীর দেয়া তথ্য অনুযায়ী অপর জায়গায় অভিযান চালিয়ে বৈঠকের প্রস্তুতি  নেয়ার সময় ৭ জনকে আটক করে। মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত মাহাবুব জানান, গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হবে।
চারঘাট জামায়াত নেতা গ্রেফতার
চারঘাট উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারী  মুংলী-অনুপমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেরে আলমকে গত বৃহস্পতিবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে চারঘাট থানা পুলিশ। গতকাল সকালে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, শেরে আলম উপজেলা জামায়াতের  সেক্রেটারী। সে বিভিন্ন সময় জামায়াতের কেন্দ্রীয় কর্মসূচি ছাড়াও নাশকতার সাথে সরাসরি সম্পৃক্ত থেকে চারঘাটকে অশান্ত করার  চেষ্টায় লিপ্ত থাকতেন বলে গোয়েন্দা সূত্রে তথ্য পেয়ে বৃহস্পতিবার রাতে তাকে তার নিজ বাড়ী মুংলী গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, ইতোপূর্বেও শেরে আলম নাশকতার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন