শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

চীনের কাছে সমুদ্রবন্দর বিক্রির চুক্তি থেকে পিছু হটেছে শ্রীলংকা

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আর্থিক সংকট থাকা সত্তে¡ও গভীর সমুদ্রবন্দর বিক্রির বিতর্কিত চুক্তি থেকে সরে আসেছে শ্রীলংকা। দেশটির বন্দরমন্ত্রী অর্জুনা রানাতুঙ্গা গত বৃহস্পতিবার জানান, জনগণের প্রতিবাদের মুখে চীনা কোম্পানির সঙ্গে সম্পাদিত লাভজনক চুক্তিটি থেকে পিছু হটেছে শ্রীলংকা। রানাতুঙ্গা জানান, ঋণে জর্জরিত হাম্বানতোতা বন্দর বিক্রির বিষয়টি পুনরালোচনা করছে সরকার। হাম্বানতোতা বন্দরটি ঋণগ্রস্ত হলেও কৌশলগত দিক থেকে এর অবস্থান যথেষ্ট গুরুত্বপূর্ণ। রাষ্ট্রায়ত্ত চীনা কোম্পানি চায়না মার্চেন্টস পোর্ট হোল্ডিংসের কাছে দীর্ঘমেয়াদি ইজারায় বন্দরটির ৮০ শতাংশ মালিকানা হস্তান্তরের পরিকল্পনা করেছিল শ্রীলংকা সরকার। তবে দেশটির দক্ষিণাঞ্চলের হাম্বানতোতা শহরের বাসিন্দা ও ক্ষমতাসীন দলের কয়েকজন সদস্য সরকারের এ চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেন। কলম্বোতে সাংবাদিকদের রানাতুঙ্গা জানান, স্টেট শ্রীলংকা পোর্টস অথরিটি (এসএলপিএ) খসড়া চুক্তিটিতে বেশকিছু পরিবর্তন এনেছে। পরিবর্তিত চুক্তিটি সংস্থাটির জন্য আরো অনুকূল পরিস্থিতি তৈরি করবে বলে মনে করেন তিনি। তবে চুক্তিটিতে কী ধরনের পরিবর্তন আনা হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি তিনি। এদিকে সরকারি সূত্রে জানা গেছে, পরিবর্তিত চুক্তিতে চীনা কোম্পানিটির ইকুইটি হোল্ডিং ও ইজারার মেয়াদ হ্রাস করতে চাইছে এসএলপিএ। বন্দরটির ওপর এসএলপিএর নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করতেই চুক্তিটিতে এ পরিবর্তন আনা হয়েছে। আগামী এক সপ্তাহ বা ১০ দিনের মধ্যে চুক্তিটি চূড়ান্ত করার আশাবাদ
ব্যক্ত করেন রানাতুঙ্গা। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন