শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রে শরণার্থী বন্দিশিবির পরিদর্শন করবেন বিচারকরা

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশনার কথাও ভাবছে ডিপার্টমেন্ট অব জাস্টিস
ইনকিলাব ডেস্ক : যুক্তরাষ্ট্রে শরণার্থীদের বিভিন্ন বন্দিশিবিরের পরিস্থিতি পর্যালোচনায় সেখানে বিচারকের পাঠানোর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। এর আওতায়, ডিপার্টমেন্ট অব জাস্টিসের পক্ষ থেকে এসব বন্দিশিবিরে ৫০ জন বিচারককে পাঠানো হচ্ছে। ট্রাম্প প্রশাসনের দুটি সূত্র থেকে সংবাদমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া এ সংক্রান্ত একটি চিঠির কপিও হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। বিচারকদের বন্দিশিবিরে নিয়মিত দায়িত্ব পালনের নির্দেশনা দেয়ার কথাও ভাবছে ডিপার্টমেন্ট অব জাস্টিস। সূত্র বলছে, পৃথক দুটি শিফটে বিচারকদের সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেখানে দায়িত্ব পালনের আহŸান জানানো হবে। তবে দুই শিফটের সুনির্দিষ্ট সময়সীমা সম্পর্কে চিঠিতে কিছু বলা হয়নি। বর্তমানে শরণার্থী বা অভিবাসনপ্রত্যাশীদের অনেকে নির্বাসন ইস্যুতে আইনি লড়াই করছেন। অনেকে আশ্রয়ের জন্য আবেদন করছেন। অন্তত নিজেদের মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থেকে যেতে চাইছেন তারা। কিন্তু ট্রাম্পের এ প্রস্তাবের লক্ষ্যই হচ্ছে, অভিবাসীদের অধিকাংশ মামলা যেন দ্রæততম সময়ে নিষ্পত্তি করা যায়। বিশ্লেষকরা বলছেন, এর মধ্য দিয়ে মূলত অভিবাসনপ্রত্যাশী মানুষদের দ্রæত যুক্তরাষ্ট্র ছাড়া করতে চায় ট্রাম্প প্রশাসন। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ডিপার্টমেন্ট অব জাস্টিস। ডিপার্টমেন্ট অব জাস্টিস-এর হিসাবে, যুক্তরাষ্ট্রের অভিবাসন আদালতগুলোতে অভিবাসন ইস্যু নিয়ে সাড়ে পাঁচ লাখের বেশি মামলা ঝুলে আছে। তাই এসব মামলা দ্রæত নিষ্পত্তি করতে চায় ট্রাম্প প্রশাসন। চলতি মাসেই এক মামলায় বলা হয়, যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর হাতে আটক কয়েক হাজার অভিবাসীদের দিয়ে জোর করে কাজ করানোর অভিযোগ উঠেছে। আটক অভিবাসীদের দৈনিক মাত্র ১ ডলার বা একেবারেই বিনা মজুরিতে কাজ করানো হচ্ছে; যা দেশটির দাসত্ববিরোধী আইনের লঙ্ঘন। মামলাটি করা হয়েছিল ২০১৪ সালে। যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ একটি বেসরকারি কারাগার কোম্পানির বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছিল। মামলাটি দায়ের করেছে কলোরাডোভিত্তিক অলাভজনক আইনি প্রতিষ্ঠান টুয়ার্ডস জাস্টিস। এ প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক নিনা ডিসালভো বলেন, বিষয়টির গুরুত্ব অনেক বিশাল। এর অর্থ হলো সরকারের কাছ থেকে ঠিকাদারি নিয়ে প্রতিষ্ঠানটি বন্দিদের জোরপূর্বক শ্রমে নিযুক্ত করছে। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের ভারপ্রাপ্ত প্রেসসচিব জেনিফার ডি এলিজা বলেন, তিনি মামলা সম্পর্কে কোনো মন্তব্য করতে পারেন না, কারণ আইসিই এই মামলার বিশেষ কোনো পক্ষ নয়। এদিকে, হাফিংটন পোস্ট-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকো সীমান্তে মা-শিশুকে আলাদা আটক রাখার ভয় দেখিয়ে অবৈধ অভিবাসন ঠেকানোর পরিকল্পনা করছেন ডোনাল্ড ট্রাম্প। এর আগে নির্বাচনী প্রচারণাকালেই যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার প্রতিশ্রæতি দিয়েছিলেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবর অনুযায়ী, অবৈধভাবে সীমান্ত পাড়ি দেয়া মা ও শিশুদের আলাদা করা হবে। রয়টার্স, হাফিংটন পোস্ট।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন