শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

এক যুগ পর বিরল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্ট : প্রায় এক যুগ বন্ধ থাকার পর দিনাজপুরের বিরল স্থলবন্দর দিয়ে ফের আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। রেলপথে ভারতের রাধিকারপুর থেকে দিনাজপুর হয়ে সিরাজগঞ্জে ২ হাজার ৪৭২ টন বোল্ডার পাথর পরিবহনের মধ্যদিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। দিনাজপুর কাস্টমস সূত্রে জানা যায়, গতবুধবার ৪২টি মালবাহী ওয়াগনে করে রাধিকারপুর স্টেশন থেকে ২ হাজার ৪৭২ টন বোল্ডার পাথর নিয়ে একটি ট্রেন বেলা ২টা ৪০ মিনিটে বিরল স্থলবন্দরে পৌঁছায়। ওইদিনই ট্রেনটি সিরাজগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। পাথর আমদানিকারক প্রতিষ্ঠানগুলো জানায়, ব্রড গেজ রেললাইন নির্মাণের পর তারা এ পথে প্রথম ভারত থেকে পাথর আমদানি করলেন। প্রথম চালানে ২ হাজার ৪৭২ টন পাথর আমদানি করা হয়েছে। এ চালান থেকে সরকার রাজস্ব পাবে ১১ লাখ ২ হাজার টাকা। তারা আরো জানান, ২০০৫ সাল থেকে বিরল স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল। তবে এখন থেকে নিয়মিত পাথর আমদানি হবে। ভারতীয় রেলওয়ের কর্তৃপক্ষ জানান, বিরল দিয়ে দুই দেশের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু হলো। এটি আগামীতে আরো ব্যাপক পরিসরে চালু থাকবে বলে আমরা আশা করছি। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা বলেন, বহুদিন পর ভারত-বাংলাদেশের মধ্যে এ পথে মালবাহী ট্রেন চলাচল শুরু হলো। আগামীতে যাত্রীবাহী ট্রেন চলবে বলে আমাদের প্রত্যাশা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন