শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

আমার জীবনের সব থেকে বড় দুঃখ আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি

সংসদে জাপা চেয়ারম্যান এরশাদ

| প্রকাশের সময় : ১২ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পার্টির চেয়ারম্যান ও হুসেইন মুহাম্মদ এরশাদ বলেছেন, আমার জীবনের সব থেকে বড় দুঃখ আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারি নাই। তবে আমি চেষ্টা করেছি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করার জন্য।
গতকাল শনিবার জাতীয় সংসদে ২৫ মার্চ গণহত্যা দিবসের প্রস্তাবের উপর আলোচনায় অংশ নিয়ে এরশাদ একথা বলেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ সময় সভাপতিত্ব করেন।
সাবেক প্রেসিডেন্ট এরশাদ বলেছেন, আমার জীবনের বড় দুঃখ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। ক্ষমতায় থাকা অবস্থায় ২৫ মার্চকে গণহত্যা দিবস পালন করে যেতে পারিনি, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ঘোষণা করে যেতে পারিনি। এটাও আমার বড় দুঃখ। সাবেক প্রেসিডেন্ট বলেন, ২৯ ডিসেম্বর, ১৯৭০ সালে আমাকে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে বদলি করা হলো। এরপর মুক্তিযুদ্ধ শুরু হলো। আমি মুক্তিযুদ্ধ করতে পারিনি। আমার জীবনের বড় দুঃখ, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু, মুক্তিযোদ্ধাদের জন্য অনেক বড় বড় কাজ করেছিলাম। মুক্তিযোদ্ধারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান ঘোষণা করেছিলাম। তিনি বলেন, খবরের আগে সবকাটা জানালা খুলে দাও না আমি চালু করেছিলাম। আমি ৬৪ জেলায় মুক্তিযোদ্ধাদের জন্য ৫ কাঠা করে জমি দিয়েছিলাম। বাস ট্রেনে বিনা খরচে ভ্রমণের ব্যবস্থা করেছিলাম। মুক্তিযোদ্ধাদের মাজিস্ট্রেট বানিয়েছিলাম। আমার একটি বিষয় করা হয়নি সেটি হলো ২৫ মার্চকে গণহত্যা দিবস পালন করতে পারিনি।
হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, ২৫ মার্চ কালো রাত্রির মাস, গণহত্যার মাস। রক্তের বন্যা বয়ে গিয়েছিল সেদিন। আমার বিশ্বাস এই সংসদে তা পাস হবে এবং আন্তর্জাতিকভাবে এর স্বীকৃতি লাভ হবে। ২৫ মার্চ গণহত্যার মধ্যেমে বাঙালিকে মুছে দিতে চেয়েছিল, তাই এটা গণহত্যা। বঙ্গবন্ধু মহানয়ক তাকে ২৫ মার্চ রাতে গেপ্তার করা হয়েছিল। বঙ্গবন্ধুর অবদানের কথা স্বীকার করে এরশাদ বলেন, তিনি আমাদের জাতির পিতা। তার জন্ম না হলে আমি সেনা প্রধান হতে পারতাম না। রাষ্ট্রপতিও হতে পারতাম না। সংসদে কথাও বলতে পারতাম না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
Nur- Muhammad ১২ মার্চ, ২০১৭, ৬:০৫ পিএম says : 0
মুক্তি যুদ্ধের সময় কজের প্রেক্ষাপটকে ৩ ভাগে ভাগ করা যায়ঃ--(ক) মুক্তি যুদ্ধা- -- এরা দেশ প্রেমিক। দেশ প্রেমে উদব্ধোদ হয়ে, মা বাবা,ভাই বোন, স্ত্রী পুত্র সব ছেড়ে, যুদ্ধ ময়দানে ঝাপায়ে পড়ে, যুদ্ধ করে দেশ স্বাধীন করছে। (খ) রাজাকার--- এরা দেশ ও জাতীর শত্রু। (পাকিস্তানের সেবা ও খুদ কুড়া ভোগকারী)--- এরা আগ্গাবহ হয়ে আমাদের বিপক্ষে কাজ করছে। এরা মুনাফিক। এরশাদ সাহেব, এবার দেখুন আপনি কোন শ্রেনীতে আছেন।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন