শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

আবারো নির্দেশনায় আরফান আহমেদ

| প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : গত বছর অনেকটা শখের বশেই অভিনেতা আরফান আহমেদ একটি নাটক নির্মাণ করেছিলেন। নাটকের নাম ছিলো ‘সে কথা গোপন ছিলো’। নাটকটি চ্যানেল আইতে প্রচারের পর বেশ সাড়া পেয়েছিলেন। রোজার ঈদে চ্যানেল আইতে প্রচারের লক্ষে আবারো আরফান নাটক নির্মাণ করতে যাচ্ছেন। নাটকটি রচনা করেছেন অরণ্য আনোয়ার। নাটকের নাম ‘বিগ শট’। এতে ছয়জন তারকা অভিনেতা-অভিনেত্রী অভিনয় করবেন বলে নিশ্চিত করেছেন আরফান। তবে কারা অভিনয় করবেন তা এখনো চূড়ান্ত হয়নি। সবার সিডিউল নিয়ে শিগগিরই আরফান তার নির্দেশিত দ্বিতীয় নাটক নির্মাণের কাজ শুরু করবেন। আরফান বলেন, ‘আমি অভিনয় করি এক ধরনের নেশা থেকে। পেশা হিসেবে বিবেচনা করি বেঁচে থাকার জন্য। তারপরও মাঝে মাঝে নির্মাণের ইচ্ছে জাগে। সেই ইচ্ছে থেকেই এর আগে একটি নাটক নির্মাণ করেছিলাম। সবার কাছ থেকে বেশ ভালো সাড়া পেয়েছি। তাই আবার নাটক নির্মাণ করতে যাচ্ছি। আশা করছি, এবারের নাটকটিও অনেক ভালো ভাবেই নির্মাণ করতে পারবো। কারণ আমার দ্বিতীয় নাটকটি আমার জন্য একটা চ্যালেঞ্জও বটে।’ রাজধানীর কোনাপাড়ায় আরফানের নিজের একটি নাটকের দল ছিলো। নাম ‘নাট্যায়ন’। তিন বছর তার তত্ত্ববধানেই দলটি পরিচালিত হয়। এই দলের হয়ে আরফান মমতাজ উদ্দিন আহমেদ’র রচনায় ‘বর্ণচোরা’ নাটকটি নির্দেশনা দিয়েছিলেন। আরফানকে টিভি নাটকে প্রথম দেখা যায় শামসুদ্দোহা তালুকদারের প্রযোজনায় ‘পুরস্কার’ নাটকে। তবে তালিকাভুক্ত শিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশনে অভিনয়ে তার যাত্রা শুরু হয় ১৯৯৭ সাল থেকে। সেই হিসেবে অভিনয়ে তার পথচলা দুই দশকেরও বেশি। আরফান এই মুহূর্তে বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। তারমধ্যে অন্যতম হচ্ছে সালাহ উদ্দিন লাভলুর ‘সোনার পাখি রূপার পাখি’, আল হাজেনের ‘অলসপুর’, খায়রুল পাপনের ‘হোম থিয়েটার’, সাজ্জাদ সুমনের ‘চুইংগাম’, মারুফ মিঠুর ‘বউ বকা দেয়’, সাগর জাহানের ‘আমাদের হাটখোলা’। এছাড়া গত সপ্তাহে নাজনীন হাসান চুমকীর নির্দেশনায় শুরু করেছেন ‘তিলোত্তমা-ত’ নাটকের কাজ। আরফান আহমেদ’র পিতা আফসার উদ্দিন আহমেদ, মাতা রাশিদা আক্তার। তিনি পরিবারের ছোট সন্তান। আরফান অভিনীত একমাত্র চলচ্চিত্র হচ্ছে মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন