বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ইন্টারনেটের অপব্যবহার রোধে সংস্কারের প্রস্তাব

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইন্টারনেট (ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব)-এর উদ্ভাবক ব্রিটিশ কম্পিউটার বিজ্ঞানী স্যার টিম বার্নার্স-লি ইন্টারনেটে ভুয়া খবর এবং ডেটা বা উপাত্তের অপব্যবহার রোধে নতুন একটি পরিকল্পনার রূপরেখা প্রকাশ করেছেন। ওয়ার্ল্ড ওয়াইল্ড ওয়েব-এর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক খোলা চিঠিতে ৬১ বছর বয়সী এ কম্পিউটার বিজ্ঞানী ইন্টারনেট যেভাবে ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, তার পরিকল্পনা মতে আগামী পাঁচ বছরের মধ্যেই এসব অপব্যবহার রোধ করা সম্ভব হবে। স্যার টিম বলেন, প্রথম যে লড়াই তিনি শুরু করতে চান, তা হলো মানুষের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার, বাক স্বাধীনতার ওপর যার নেতিবাচক প্রভাব খুবই ভয়ের ব্যাপার। স্যার টিম ১৯৯১ সালে ইন্টারনেটে প্রথম ওয়েবসাইট তৈরি করেন। ব্রিটেনের এই কম্পিউটার বিজ্ঞানী বলেন, তিনি চান ওয়েব-বিশ্বে সবাই যেন সমান অধিকার ভোগ করেন। কোন তথ্য ব্যবহার করা যাবে সাধারণ মানুষ সেটা ইন্টারনেট কোম্পানিকে বলতে পারেন না। ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর সরকারি নজরদারির মাত্রা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। বিবিসি ও এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন