শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কর্পোরেট

নারীদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ অনেক অগ্রগতি করেছে

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : নারীদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ অনেক অগ্রগতি করেছে। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য প্রধানমন্ত্রী ২০১৬ সালে জাতিসংঘে প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ অর্জন করেছেন। নারী-পুরুষ সমতা অর্জন করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে একটি। এখন নারী উদ্যোক্তাদের নিজের ওপর আস্থাশীল হতে হবে। সোমবার মতিঝিল ফেডারেশন ভবনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ‘পরিবর্তনের জন্য সাহসী হও’ বিষয়ক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মনোয়ারা হাকিম আলী। এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য সাবিহা নাহার বেগম, নারী উদ্যোক্তা আয়েশা আকতার জাহান, এফবিসিসিআইয়ের মহাসচিব মীর শাহাবুদ্দিন আহমেদ, বরিশাল উইমেন চেম্বারের সভাপতি আঞ্জুমারা বেগম প্রমুখ। মনোয়ারা হাকিম আলী বলেন, উদ্যোক্তা হতে গেলে নারীদের নিজের ওপর বিশ্বাস রাখতে হবে। এটা খুবই প্রয়োজন। তবে নারীদের ব্যবসায় আসতে হলে পরিবারের সহযোগিতা দরকার। এ সময় তিনি নারীদের সহযোগিতার জন্য স্বামীদের এগিয়ে আসার আহ্বান জানান। সাবিহা নাহার বলেন, দেশ উন্নয়ন ও অর্থনীতিতে এগিয়ে যাচ্ছে। এর পেছনে নারীর অবদান উল্লেখযোগ্য। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় এখন নারীরা কাজ করছে। নারীদের কর্মদক্ষতা আছে। এজন্য সব জায়গায় তারা সফল হচ্ছে। দেশে নারীবান্ধব ব্যবসা পরিবেশ বিরাজ করছে। এজন্য নারীদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন